• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বামীর দ্বিতীয় বিয়ে দেওয়ার জন্য মরিয়া সর্বজয়া! দেবশ্রী রায়ের ন্যাকামি দেখে তিতিবিরক্ত দর্শকেরা

বাংলার মানুষের কাছে বিনোদনের অন্যতম অঙ্গ হল মেগা সিরিয়াল। সেই কবে থেকে মানুষের রোজকার জীবনের সাথে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে মেগা সিরিয়াল। কর্মব্যস্ত জীবন থেকে পাওয়া ক্ষণিকের অবসর সময়ে স্ট্রেস বাস্টারের কাজ করে এই ধারাবাহিক গুলি। তাই পছন্দের তারকাদের টিভির পর্দায় দেখতে না পেলে মন খারাপ হয়ে যায় দর্শকদের।

নামী নামী চ্যানেলের একাধিক ধারাবাহিকের মধ্যে চলে নিরন্তর প্রতিযোগিতা। TRP – এর লড়াইয়ে টিকে থাকতে প্রতিনিয়ত নতুন নতুন ট্যুইস্ট নিয়ে হাজির হয় সিরিয়ালগুলি। তবে মাঝেমধ্যেই টুইস্ট দেখাতে গিয়ে এতটাই গাঁজাখুরি দেখানো হয় যে দর্শকেরা রীতিমতো তিতিবিরক্ত হয়ে ওঠেন। সিরিয়ালে বিয়ে দেওয়াটা যেন TRP বুস্টার হিসেবেই ধরে নিয়েছেন নির্মাতারা। কোনোও সিরিয়ালেই স্বাভাবিক বিয়ে হয়না। আবার একই মানুষের সাথে ৩ ৪ বার বিয়ে দেওয়াটাও যেন ট্রেন্ড।

   

সর্বজয়া,দেবশ্রী রায়,স্বর্ণচাঁপা,বাংলা সিরিয়াল,Sharbojoya,debashree roy,swarnachapa,bengali serial

এবার এই একই পথে হাঁটল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক সর্বজয়া (Sarbojaya)। সিরিয়ালে সর্বজয়া চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবশ্রী রায় (Deboshree Roy)। দীর্ঘদিন পর টিভির পর্দায় তাঁর অভিনয় দেখে রীতিমতো উচ্ছসিত আপামর বাঙালি দর্শক। তাই দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে প্রতিনিয়তই এই সিরিয়ালে আনা হচ্ছে নিত্য নতুন টুইস্ট।

সর্বজয়া,দেবশ্রী রায়,স্বর্ণচাঁপা,বাংলা সিরিয়াল,Sharbojoya,debashree roy,swarnachapa,bengali serial

কিন্তু ট্যুইস্ট দেখাতে গিয়ে মাঝেমধ্যেই গল্পের গোরু গাছে তুলে দেন নির্মাতারা। ঠিক যেমন এখন হচ্ছে সর্বজয়ায়৷ টিআরপি থেকেও ধীরে ধীরে সরছে সর্বজয়ার জায়গা, তার উপর অনেকেই চাইছেন এই পরিস্থিতিতে ধারাবাহিক বন্ধ হয়ে যাক। তার উপর সর্বজয়ার নতুন প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই আরও রেগে গিয়েছেন দর্শকেরা।

প্রোমোতে দেখানো হচ্ছে সর্বজয়া তার স্বামীকে দ্বিতীয় বার বিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছেন। আর এটা দেখেই বিরক্ত দর্শকেরা। তাদের কাছে এটা ন্যাকামি ছাড়া আর কিছুই নয়। ডান্স কম্পিটিশনে নেচে জিতে নাকি স্বর্ণচাঁপার সাথে নিজের স্বামীর বিয়ে দেবেন সর্বজয়া। তার বক্তব্য স্বর্ণচাঁপা বিয়ে করলেই প্রমাণ হবে সে সত্যিকারের তার স্বামীর স্ত্রী।