• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রবিবারের সন্ধ্যায় জিভে জল আনা জলখাবার! রইল দেশি স্টাইলে স্পাইসি মাসালা পাস্তা তৈরির রেসিপি

Published on:

Desi Style Spicy Masala Pasta Recipe

রবিবার মানেই বাঙালির বাড়িতে একটু স্পেশাল আয়োজন হয়ে থাকে। সারা সপ্তাহ শেষে রোববার মানেই ছুটির আমেজ, দুপুরে পেটপুজো। তবে দুপুরের খাওয়া জমপেশ হলেও সন্ধ্যে বেলায় চায়ের সাথে হালকা খিদে পায়। আর এই খিদে মেটাতে একটু মুখরোচক কিছু পাওয়া গেলে ভালোই হয়। আজ আপনাদের জন্য রবিবারের সন্ধ্যে জমিয়ে তোলার জন্য একেবারে দেশি স্টাইলে স্পাইসি মাসালা পাস্তা তৈরির রেসিপি নিয়ে হাজির হয়েছি।

Desi Style Spicy Masala Pasta Recipe

দেশি স্টাইলে স্পাইসি মাসালা পাস্তা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণঃ

১. পাস্তা
২. ডিম
৩. পেঁয়াজ কুচি, রসুন কুচি,
৪. টমেটো কুচি, গাজর কুচি, বিনস, কড়াইশুঁটি
৫. লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো
৬. টমেটো সস
৭. পরিমাণ মত নুন
৮. রান্নার জন্য তেল

দেশি স্টাইলে স্পাইসি মাসালা পাস্তা তৈরির পদ্ধতিঃ

➥ প্রথমে কড়ায় গরম জল বসিয়ে তাতে বেশ কিছুটা জল দিয়ে ফুটতে শুরু করলে তাতে পাস্তা আর সামান্য নুন দিয়ে সেদ্ধ করে তুলে আলাদা করে নিতে হবে। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই।

Desi Style Spicy Masala Pasta Recipe

➥ এরপর জল ফেলে কড়ায়  চামচ তেল দিয়ে তেল গরম হলে তাতে দুটো ডিম ফাটিয়ে দিয়ে সেটাকে নেড়েচেড়ে ভুনা করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে ডিম আলাদা করে তুলে রাখতে হবে।

Desi Style Spicy Masala Pasta Recipe

➥ এবার আবারও কড়ায় দু চমক মত তেল গরম করতে হবে আর তারপর ১ চামচ রসুন কুচি আর পরিমাণ মত পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে শুরু করতে হবে। পেঁয়াজের রং পরিবর্তন হতে শুরু করলে পরিমাণ মত লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে।

Desi Style Spicy Masala Pasta Recipe

➥ এরপর কড়ায় টমেটো কুচি দিয়ে নেড়েচেড়ে মিক্স করে কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে কয়েক মিনিট রান্না করে নিতে হবে। এরপর ঢাকনা খুলে ১-২ চামচ টমেটো সস আর গাজর কুচি, বিনস, কড়াইশুঁটি দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে।

Desi Style Spicy Masala Pasta Recipe

➥ সবজি দিয়ে সবটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা কড়ায় দিয়ে সব কিছুর সাথে মিক্স করে নিতে হবে। একইভাবে ডিমের ভুনা দিয়েও সবটা একবার ভালো করে মিক্স করে নিতে হবে। এভাবে কয়েক মিনিট নেড়েচেড়ে নিলেই তৈরী দেশি স্টাইলে স্পাইসি মাসালা পাস্তা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥