ছোটপর্দার অন্যতম জনপ্রিয় নতুন মুখ ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের নয়ন ওরফে শ্রুতি দাস (Shruti Das)। প্রথম ধারাবাহিকেই দর্শকদের বিপুল ভালোবাসা কুড়িয়েছেন এই টেলি নায়িকা। প্রায়শই খবরের শিরোনামেও উঠে আসেন তিনি। ত্রিনয়নী শেষ হওয়ার পর পরই নিজের অভিনয়ের দক্ষতায় ‘দেশের মাটি’ (Desher Mati) ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়ে যান তিনি।
শ্রুতি ব্যক্তি হিসেবেও অনন্যা। তার গানের গলা, নাচ, অভিনয় সবের জোরেই ইন্ডাস্ট্রিতে পাকাপোক্ত জায়গা করে নিয়েছেন তিনি। বহুবার গায়ের রঙের কারণে কটুক্তি শুনতে হয়েছে তাকে, কিন্তু নিজের অবস্থান থেকে বিন্দুমাত্র সরেননি তিনি। তার জেদ, টানটান মেরুদন্ডের জোরেই তিনি সমস্ত চড়াই-উতরাই পার করে গিয়েছেন।
এবারেও তার অন্যথা হলনা। এখন লকডাউন, তাই সকলের হাতেই কার্যত অনেক সময়। এই অবসরেই ইন্সটাগ্রামে ভক্তদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন শ্রুতি। অনেকেই অনেক রকম প্রশ্ন করেছেন তাকে, বেশ স্বাচ্ছন্দেই তার উত্তর দিয়েছেন অভিনেত্রী। কিন্তু কেউ অশ্লীল বা বাঁকা প্রশ্ন করলে ছেড়ে দেবার পাত্রী নন শ্রুতি। সপাট জবাবে তার মুখে ঝামা ঘষে দিতে ভোলেন না অভিনেত্রী।
প্রশ্ন উত্তর খেলার সুযোগে এক নেটিজেন তাকে অশ্লীল প্রশ্ন করেন। যার উত্তরে একেবারে যোগ্য জবাব দিয়ে ধুয়ে দিয়েছেন শ্রুতি। নেটিজেন প্রশ্ন করেন ‘বেশ্যার মতো না হলে চলে না বুঝি’। এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী লিখেছেন, ‘নিঃসন্তান আশা করি। সংসারে একদিন হয়তো এমন টানাটানি হল ঈশ্বর না করুন, আপনার বাড়ির মেয়েকেই হয়ত দেহব্যবসা করে পেটের ভাত অর্জন করতে হল। কাউকে ছোট করবেন না। ভেবে নিন আমি ওঁনাদেরই প্রতিনিধিত্ব করলাম। মা দুর্গার পুজো হবে না, ওঁনাদের ভিটের মাটি ছাড়া। সুস্থতা কামনা করি’।
অশ্লীল প্রশ্নের একেবারে যোগ্য জবাব দিয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর এমন উত্তর হয়তো আশা করতে পারেননি নেটিজেন তাই নিজের মন্তব্য মুছে দিয়েছেন জবাবের পরেই। তবে, অভিনেত্রী যে উত্তরটি দিয়েছেন তা কিন্তু একেবারেই সঠিক। পুরাণের মতে মহামায়া দূর্গা অকালে মোট ৯টি রূপে পূজিত হন। যার নবম রূপটি হল পতিতালয়ের প্রতিনিধি। তাই পুজোর জন্য পতিতালয় থেকেই মাটি নিয়ে যাওয়া হয় দুর্গামূর্তি তৈরির জন্য।