বাংলা সিরিয়ালের মধ্যে ‘দেশের মাটি (Desher Mati)’ সিরিয়েল বর্তমানে বেশ উত্তেজনার সৃষ্টি করেছে দর্শকদের মনে। সিরিয়ালের নোয়া-কিয়ান মূল চরিত্র হলেও বর্তমানে রাজা-মাম্পির জুটি যেন বেশি করে জনপ্রিয় হয়েছে দর্শকদের মধ্যে। সিরিয়ালে মাম্পির চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রীরুক্মা রায় (Rooqma Roy)। অন্যদিকে রাজার চরিত্রে অভিনয় করছেন অভিনেতা রাহুল ব্যানার্জি (Rahul Banerjee)। রাহুল একসময় সিনেমায় অভিনয় করলেও বর্তমানে সিরিয়ালে অভিনয় করছেন।
তবে সে যায় হোক, নিজের অভিনয়ের দক্ষতা কিন্তু একই রেখেছে রাহুল। সিরিয়ালে মাম্পিকে মন থেকে ভালোবাসলেও এতদিন মুখ ফুটে বলতে পারেনি রাজা। দুজনের মনের মধ্যেকার হাজার রাগ অভিমান মানিয়ে পুরোনো প্রেম কাহিনী নতুন করে বেঁচে উঠছে। আর সেটাই এখন সিরিয়ালের মূল আকর্ষণ।
নোয়া-কিয়ানের বৌভাত থেকে শুরু করে ধীরে ধীরে গাঢ় হতে শুরু করেছিল দুজনের প্রেম। কিন্তু এপর্যন্ত শুধুই পুরোনো স্মৃতি নিয়ে রাগ আর মান অভিমানের মধ্যেই কেটে যাচ্ছিল। এবার মাম্পি বাড়ি ছেড়ে চলে যাবার আগে সেই মান অভিমানের পাহাড় ভেঙে গিয়ে শেষমেশ প্রেমের গাড়ি পথ চলা শুরু করল।
মাম্পি বাড়ি ছেড়ে চলে যেতে চাওয়ায় তার পথ আটকায় রাজা। বলে যদি কলকাতা ছেড়ে বিদেশে যায় তাহলে ঠিক আছে। কিন্তু কলকাতায় থাকলে আমায় ভুলে যেও। একথা শুনেই আর কোনো কথা বলতে দেয়নি মাম্পি। রাজাকে মাম্পি প্রশ্ন করে তাঁর সব বান্ধবীর বয়ফ্রেন্ড আছে কিন্তু তার কেন নেই? কারণ একজন তার প্রেমের প্রস্তাব মেনে নেয়নি।
এই কথা বলার পরেই আর থাকতে পারেনি রাজা। শেষমেশ বলেই ফেলে সত্যিই কি ফিরিয়ে দিয়েছিল? এরপর দৌড়ে রাজাকে জড়িয়ে ধরে মাম্পি। নিজেদের মনের সমস্ত রাগ খানিকের জন্য দূরে ছুঁড়ে ফেলে ছোট বেলা থেকেই যে মাম্পির প্রেমে পড়েছিল রাজা সেকথা স্বীকার করে সে। আর সেই প্রথম ভালোবাসাই যে আজও রয়েছে তার মনে। তা সত্ত্বেও হাজারো অভিযোগ! শেষমেশ মাম্পি আদৌ বাড়ি ছেড়ে যাবে কি না এটাই এখন দেখার।