বর্তমানে বাংলা টেলিভিশনে যে সিরিয়ালগুলো চলছে তাদের মধ্যে অন্যতম হল দেশের মাটি। সিরিয়াল নোয়া-কিয়ানের গল্প দিয়ে শুরু হলেও বর্তমানে সিরিয়ালে রাজা-মাম্পি জুটিও বেশ জনপ্রিয়। বাকি সিরিয়ালের তুলনায় সিরিয়ালে একাধিক জুটি মিলে যে সুন্দর গল্প তৈরী করেছে সেটি দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।
সিরিয়ালে রাজা-মাম্পি ও নোয়া-কিয়ানের বিচ্ছেদ হয়ে গিয়েছে। যে কারণে দর্শকদেরও মন খারাপ। সোশ্যাল মিডিয়াতে রাজা-মাম্পিকে এক করার জন্য হাজারো কমেন্ট করছেন নেটিজেনরা চ্যানেলের সোশ্যাল মিডিয়া পেজগুলিতে। আজ বংট্রেন্ডের পেজে দেশের মাটি সিরিয়ালের সমস্ত অভিনেতা অভিনেত্রীদের আসল পরিচয় রইল শুধুমাত্র আপনাদের জন্য।
নোয়া
দেশের মাটি সিরিয়ালের নোয়ার ভূমিকায় রয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস (shruti das)।
কিয়ান
কিয়ানের চরিত্রে অভিনয় করছেন হ্যান্ডসাম অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta)। অভিনেতার বর্তমান বসায় মাত্র ২১ বছর।
রাজা
রাজার চরিত্রে অভিনয় করছেন টলিউডের অভিনেতা রাহুল ব্যানার্জী (Rahul Banerjee)।
মাম্পি
সিরিয়ালে রাজার বিপরীতে মাম্পির চরিত্রে অভিনয় করছেন রুকমা রায় (Rukma Roy)।
ডিম্পি
দেশের মাটিতে ডিম্পির চরিত্রে রয়েছেন অভিনেত্রী অসমি ঘোষ (Asmi Ghosh)। অভিনেত্রীর বয়স মাত্র ১৬ বছর।
কিয়ানের কাকিমা
সিরিয়ালে কিয়ানের কাকিমার চরিত্রে অভিনয় করছেন শম্পা ব্যানার্জী (Shampa Banerjee)।
কিয়ানের কাকা
কিয়ানের কাকার চরিত্রে দেখা যাচ্ছে অভিনেতা অনিমেষ ভাদুড়ীকে (Animesh Bhaduri)।
চন্দ্রিমা মুখার্জী
চন্দ্রিমা মুখার্জীর ভূমিকায় রয়েছেন অভিনেত্রী অনিন্দিতা সাহা কোপালেশ্বরী (Anindita Saha Kapaleshwari)।
মনোবীণা মুখার্জী
সিরিয়ালে মনোবীণা মুখার্জীর চরিত্রে অভিনয় করছেন রিতা দত্ত চক্রবর্তী (Rita Dutta Chakraborty)।
সিতাংশু মুখার্জী
সিরিয়ালে সিতাংশুর ভূমিকায় দেখা যাচ্ছে দিগন্ত বাগচীকে (Diganta Bagchi)।
কিয়ানের ঠাম্মি
কিয়ানের ঠাম্মির চরিত্রে আছেন অভিনেত্রী অনুসূয়া মজুমদার (Anusuya Majumder)।
শিবু
শিবুর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দেবোত্তম মজুমদার (Debottam Majumder)।
নোয়ার মা
সিরিয়ালের নোয়ার মায়ের ভূমিকায় রয়েছেন অভিনেত্রী অনিন্দিতা রায় চৌধুরী (Anindita Roy Chowdhury)।
নোয়ার বাবা
সিরিয়ালে নোয়ার বাবার ভূমিকায় আছেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় (Bhashkar Banerjee)।
কিয়ানের মা
কিয়ানের মায়ের চরিত্রে রয়েছেন অভিনেত্রী সুচিস্মিতা চৌধুরী (Suchismita Chowdhury)।
কিয়ানের বাবা
সিরিয়ালে কিয়ানের বাবার ভূমিকায় অভিনয় করছেন ভরত কল (Bharat Kaul)।
উজ্জয়িনী
উজ্জয়িনীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পায়েল দে (Payel Dey)।
সৌরাংশু মুখার্জী উজ্জয়িনীর স্বামী
সিরিয়ালে সৌরাংশু মুখার্জী উজ্জয়িনীর স্বামীর চরিত্রে অভিনয় করছেন তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)।
কিয়ানের প্রেমিকা
সিরিয়ালে কিয়ানের প্রেমিকার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অনন্যা দাস (Annanya Das)।