• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এ যেন বহু প্রতীক্ষিত দৃশ্য! ফুলশয্যার রাতে অন্তরঙ্গ রাহুল-রুকমা, দেখে প্রাণ জুড়োল ভক্তদের

Published on:

Rahul Arunody Banerjee on Desher Mati Raja Mampi Flowerbed

বাংলা সিরিয়ালের মধ্যে দেশের মাটি (Desher Mati) সিরিয়ালটি বেশ জনপ্রিয়। ধারাবাহিকটি নোয়া-কিয়ানের (Noa-Kian) গল্প দিয়ে শুরু হয়েছিল ঠিকই। তবে তাদের জুটিকে ছাপিয়ে আরেকটি জুটি দর্শকদের মন কেড়ে নিয়েছে। হ্যাঁ ঠিকই ধরেছেন রাজা-মাম্পি (Raja-Mampi) জুটির কথাই বলছি। সিরিয়ালে রাজার চরিত্রে আছেন অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জী (Rahul  Arunodoy Banerjee) আর অন্যদিকে মাম্পির চরিত্রে আছেন রুকমা রায় (Rukma Roy)। দুজনের দক্ষ অভিনয় যেন আলাদা মাত্রা এনে দিয়েছে সিরিয়ালটিতে।

রাজা-মাম্পি নামেই দর্শকেরা রীতিমত পাগল। সেই ছোট থেকে একেঅপরকে ভালোবাসে দুটি মন। মাঝে দীর্ঘ সময় কেটেছে ভুল বোঝাবুঝিতে এরপর যখন দেখা হল ধীরে ধীরে সমস্ত ভুল বোঝাবুঝি মিতে একেঅপরের প্রতি ভালোবাসা আর লুকাতে পারেনি কেউই। রাজা-মাম্পির প্রেমকাহিনীই সিরিয়ালের মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছিল দর্শকদের কাছে। মাঝে রাজা-মাম্পির মধ্যে ভুল বোঝাবঝি থাকলেও সে পর্ব মিটেছে অনেক আগেই।

Desher Mati Raja Mampi wedding album দেশের মাটি রাজা মাম্পি বিয়ে

রাজা-মাম্পির মাঝে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে বিয়ের পিঁড়িতে বসেছে দুজনে। দর্শকদেরও বহু অপেক্ষিত এই বিয়ে দেখে চোখ জুড়িয়েছেন। যেদিন বিয়ের দৃশ্য দেখানোয় হয়েছিল সেদিন সোশ্যাল মিডিয়াতে ভরে গিয়েছে রাজা-মাম্পির বিয়ের ছবি ও ভিডিওতে। আর বিয়ের পর এবার ফুলশয্যার পালা। ছোট বেলা থেকে একেঅপরকে এতটা ভালোবাসার পর এক হয়েছে দুজন।

ফুলশয্যার দিনে দারুন সুন্দর করে সাজানো হয়েছে খাট। রজনীগন্ধা আর গোলাপে ভরে উঠেছে গোটা ঘর। ছবির মত সুন্দর সাজানো ঘরেই হয়েছে ফুলশয্যা। দর্শকদের বহু দিনের প্রতীক্ষিত এই দৃশ্য দেখে যেন প্রাণ ভরে গিয়েছে। ফুলশয্যার রাতে অন্তরঙ্গ দৃশ্য মন ছুঁয়ে যাবার মত। ফুলশয্যার দৃশ্যের ছবি থেকে ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়ে পড়েছে। আর হবে নাই বা কেন? প্রিয় জুটির ফুলশয্যা বলে কথা!

দেশের মাটি ফ্যান পেজের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের পর কটা দিন বাড়িতেই থাকতে অনুরোধ করেছে মাম্পি। যদিও সেই প্রস্তাবে রাজি হয়নি রাজা। কারণ গ্রামের অনেক মানুষ তাহলে সমস্যায় পড়তে পারেন। তবে মাম্পির মন ভোলাতে যে উত্তর রাজা দিয়েছে তা চিনির মত মিষ্টি। রাজার মতে, ‘এবার থেকে আমার মনে থাকবে আমার বাড়িতে একটা বিয়ে করা ছোট্ট বউ আছে’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥