বাংলা সিরিয়ালের মধ্যে যে কটি সিরিয়াল মানুষের মন জয় করতে স্বার্থক হয়েছে তাদের মধ্যে অন্যতম একটি হল ‘দেশের মাটি’ সিরিয়াল। আর পাঁচটা সিরিয়ালের গল্প থেকে কিছুটা আলাদা সিরিয়ালের কাহিনী। তার থেকেও বড় কথা হল সিরিয়ালটি প্রথমে নোয়া-কিয়ান জুটিকে নিয়ে শুরু হয়েছিল। কিন্তু বর্তমানে সিরিয়ালের রাজা-মাম্পি জুটি যেন জনপ্রিয়তার দিক থেকে টেক্কা দিচ্ছে নোয়া-কিয়ান জুটিকেও। দুজি জুটির প্রেমকাহিনী আর এক হবার পথে নানান বাধা নিয়েই চলছে সিরিয়ালের কাহিনী।
ইতিমধ্যেই বিচ্ছেদের ছবি দেখা যাচ্ছে সিরিয়ালে। নোয়াকে ছেড়ে কিয়ান বিদেশে ফিরছে আর রাজা মাম্পিও আলাদা হয়ে গিয়েছে। আগে কি হবে? রাজা-মাম্পি কি এক হবে নাকি নতুন কোনো বাধার সন্মুখীন হবে? এই সমস্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দর্শকদের মাথায়। এদিকে সিরিয়ালের ভবিষ্যৎ কি হবে সেই প্রশ্ন দেখা দিচ্ছে টলিপাড়ায়। কারণ লকডাউনের জেরে বন্ধ শুটিং। এদিকে ব্যাঙ্কিং করে রাখা পর্ব শেষ হয়ে গিয়েছে।
নতুন পর্বের সম্প্রচার চালাতে হলে বাড়ি থেকেই শুটিং করে কাজ চালাতে হবে। কিন্তু এই পদ্ধতিতে সিরিয়ালের শুটিং হোক তা মানতে নারাজ ফেডারেশন। ইতিমধ্যেই আর্টিস্ট ফোরাম, সিরিয়ালের প্রযোজক ও ফেডারেশনের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। কিছু সিরিয়ালের শুটিং করা হচ্ছে লুকিয়ে যা নিয়ে বিবৃতি জারি করেছে ফেডারেশন। এই সমস্ত নিয়ে খানিক দুশ্চিন্তার মধ্যে দিয়ে দিন কাটছে সিরিয়ালের কলাকুশলী থেকে শুরু করে প্রযোজকদের।
কিন্তু সর্বদা কি আর টেনশনে থাকা যায়! এমনিতেই চারিদিকে করোনা মহামারীর জেরে কেমন যেন একটা ভীত পরিবেশ। এর মধ্যে নিরুৎসাহ হয়ে পড়লে যে চলবে না। আগে শুটিং ফ্লোরে কাজের পাশাপাশি চলত জমিয়ে আড্ডাও কিন্তু সেই সুযোগ এখন আর নেই। তবে প্রযুক্তির কাছে দূরত্ব এখন নস্যি! তাই এবার রাতের বেলায় দর্শকদের লুকিয়েই একত্রে আড্ডায় মাতলেন দেশের মাটির রাজা-মাম্পি সহ চার জন।
রাহুল অরুণোদয় ব্যানার্জী, রুকমা রায়, দিব্যজ্যোতি দত্ত ও অনিমেষ ভাদুড়ি চারজনে মিলে ভিডিও কলেই চললো আড্ডা। কিন্তু গোপন আড্ডা আর গোপন রইল কই! সোশ্যাল মিডিয়াতে চার সেলেব্রিটির আড্ডার ছবি ফাঁস হতেই সেই ছবি ভাইরাল হয়ে পড়েছে। তবে আড্ডার বিষয় বস্তু কি ছিল তা জানা যায়নি।