দেশের মাটি সিরিয়ালের সূত্রে বর্তমানে টলিপাড়ায় বেশ পরিচিত ও জনপ্রিয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunodoy Bandhoypadhyay)। দেশের মাটি সিরিয়ালটি প্রাথমিকভাবে নোয়া-কিয়ানের কাহিনী দিয়ে শুরু হলেও বর্তমানে সেই কাহিনীতে রাজা-মাম্পির আলাদাই একটা পরিচয় রয়েছে। দর্শকদের কাছে রাজা অভিনেতা রাহুলের জনপ্রিয়তা আলাদাই মাত্রা এনে দিয়েছে। তবে এই রাজা তথা রাহুলের কিন্তু রিল আর রিয়েল দুটোই গুঞ্জনে ভরপুর।
আসলে টলিউডের বহুদিনের অভিনেতা রাহুল। ‘চিরদিনই তুমি যে আমার’ নামের ছবিতে প্রিয়াঙ্কা সরকারের (Priyanka Sarkar) সাথে প্রথম ছবি করেছিলেন অভিনেতা। কমার্শিয়াল প্রেমকাহিনী নয় একেবারে বাস্তব প্রেমের একটি কাহিনীকে ভিত্তি করেই ছিল সিনেমার গল্প। ছবিটি রিলিজের পর সুপার হিট হয়েছিল, এতটাই হিট হয়েছিল যে আজও দর্শকদের মনে গেথে রয়েছে ছবিটি।
ছবি থেকেই শুরু হয়েছিল রাহুল ও প্রিয়াঙ্কার প্রেম কাহিনীর। ছবিতে মিলন না হলেও বাস্তবে স্বামী-স্ত্রীর সম্পর্ক হয় দুজনের। বিয়ের পর এক সন্তানও হয়েছে তাদের। কিন্তু প্রিয়াঙ্কার সাথে প্রেমের সম্পর্কের অবনতি হয়েছে। বর্তমানে আলাদা থাকেন দুজনে কোর্টে আটকে রয়েছে দুজনের বিবাহ বিচ্ছেদের মামলা।
এদিকে সিরিয়ালের রাজা-মাম্পি জুটির অভিনেত্রী রুকমা রায়কে নিয়ে বেশ জল্পনার শুরু হয়। দর্শকদের অনেকেই ভাবতে শুরু করেন যে রুকমার সাথেই বোধহয় নতুন করে প্রেমে পড়ছেন রাহুল। তবে এটা যে সত্যি নয় তা স্পষ্ট করে দিয়েছেন তাঁরা। রাজা-মাম্পি কেবলই ভালো বন্ধু একথা জানিয়েছেন রাহুল ও রুকমা দুজনেই।
কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়েছেন অভিনেতা। তাই বাড়িতেই আইসোলেশনে আছেন বর্তমানে। বাড়িতে থেকে প্রিয়াঙ্কার সাথে তোলা ‘চিরদিনই তুমি যে আমার’ ছবির একটি দৃশ্যের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন রাহুল। ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন ‘জুটিতে দুটিতে’। এই ছবি দেখেই অনেকেই ভেবেছেন যে হয়তো পুনরায় জোড়া লাগতে চলেছে তাদের ভাঙা সম্পর্ক। যদিও আসলটা এখন পর্যন্ত অধরাই!
এদিকে রুকমার সাথে গুঞ্জন উড়িয়ে দিলেও টালিপাড়ার আরেক অভিনেত্রী সন্দীপ্তা সেনের (Sandipta Sen) সাথে নাম জড়িয়েছে রাহুলের। দুজনকে একত্রে কয়েকবার দেখা গিয়েছে। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়েও গুঞ্জন তৈরী হয়েছে। প্রেমের সম্পর্ক অস্বীকার না করলেও তারা যে একত্রে ঘুরতে বেড়িয়েছেন বা দেখা করেছে সেটা কিন্তু অস্বীকার করেনি কেউই।