সন্ধ্যে নামলেই বাঙালি বাড়িতে শুরু হয় সিরিয়াল (Serial) পর্ব। দর্শকদের প্রিয় সিরিয়ালের মধ্যে একটি হল ষ্টার জলসার দেশের মাটি (Desher Mati) সিরিয়াল। সিরিয়ালে মুখার্জী বাড়ির ছেলে কিয়ান আর গ্রামের মেয়ে নোয়ার প্রেমকাহিনী নিয়েই চলছে গল্প। কিয়ানের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta) আর নোয়ার চরিত্রে আছেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। ছোটবেলা থেকেই দুজন দুজনকে ভালোবাসত কিন্তু বলতে পারেনি। বর্তমানে তাঁরা বিবাহিত।
অন্যদিকে সিরিয়ালে যে শুধু মাত্র একটি জুটি রয়েছে তা কিন্তু একেবারেই নয়। মুখার্জী বাড়িতে আরো একটি প্রেমের কাহিনী দেখা যেতে চলেছে এবার। মাম্পি ও রাজার মধ্যে খানিক প্রেম রয়েছে বটে তবে সেটার বহিঃপ্রকাশ হচ্ছিলো না ঠিক মত। নোয়া-কিয়ানের বৌভাতে খানিক গাঢ় হল সেই প্রেম। বৌভাতে রাজার সাথে ধাক্কা লাগার পর মাম্পি বলে ওঠে, ‘তোমার ছোঁয়ায় কি আছে কানি না! এক মুহূর্তের জন্য পৃথিবীটা ভুলে গিয়েছিলাম। ভুলে গিয়েছিলাম তোমার ওপর থাকা সমস্ত ঘেন্না,রাগ,অভিমান ‘। প্রত্যুত্তরে রাজা বলে, ‘সত্যিই তো এমন দাম্ভিক আর অসহ্য মেয়েকেও ভালো লাগতে শুরু করেছে হটাৎই’।
View this post on Instagram
এরপর সিরিয়ালে নোয়া-কিয়ানের পাশাপাশি রাজা মাম্পির কাহিনীও দেখানো শুরু হয়। দর্শকদের মধ্যে রাজা-মাম্পির জুটি দারুণ জনপ্রিয়তা লাভ করে। দুজনে একেঅপরকে নিজেদের ভালোবাসার কথা পর্যন্ত জানিয়ে দেয়। কিন্তু মুশকিল হল প্রেম শুরু হওয়া মাত্রই মুখার্জী পরিবারে বেজেছে বিচ্ছেদের সুর। একদিকে কিয়ান চলে যাচ্ছে নোয়াকে ছেড়ে। অন্যদিকে মাম্পিকেও চলে যেতে হচ্ছে রাজাকে ছেড়ে। দুজনেই একই দিনে বাড়ি ছেড়ে চলে যাবে।
এমনটাই দেখা যাচ্ছে সিরিয়ালের নতুন প্রোমোতে। প্রোমোটি ষ্টার জলসার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে শেয়ার করা হয়েছে। তবে প্রোমোতে দুজনের বিচ্ছেদ দেখালেও ক্যাপশনে শুধুমাত্র নোয়া-কিয়ানের নাম উল্লেখ করা হয়েছে। এই নিয়ে বেশ অসুন্তুষ্টি তৈরী হয়েছে দর্শকমহলে। অনেকেই মন্তব্য করেছেন, ক্যাপশন চেঞ্জ করুন। নোয়া-কিয়ানের সাথে রাজা-মাম্পিকেও উল্লেখ করুন।