• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাকিদের অপমান করে রাজা-মাম্পির প্রতি ভালোবাসা চাইনা! ট্রোল নিয়ে সরব অভিনেতা রাহুল

দেশের মাটি (Desher Mati) সিরিয়ালের রাজা-মাম্পি (Raja-Mampi) জুটি বর্তমানে বেশ জনপ্রিয়। সিরিয়ালের শুরু নোয়া-কিয়ানের কাহিনী দিয়ে হলেও রাজা-মামপি জুটি যেন মন কেড়ে নিয়েছে দর্শকদের। আর রাজা-মাম্পির প্রতি ভালোবাসা বাড়তেই সিরিয়ালের বাকি অভিনেত অভিনেত্রীদের নিয়ে শুরু হয়েছে ট্রোলিং। না আজ নয়, বিগত বেশ কিছুটা সময় ধরেই চলেছে এই সমস্ত কিছু। এবার এর বিদুরুদ্ধে প্রতিবাদে সরব হলেন রাজা অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জী।

বিগত কয়েক মাসে বহুবার রাহুলের সহ অভিনেতা অভিনেত্রীদেরকে নানাভাবে অপমান করা হয়েছে। শুধু ট্রোলিংয়েই সীমাবদ্ধ থাকেনি অপমান। গায়ের রং থেকে শুরু করে কথা বলার ধরণ নিয়েও কুরুচিকর মন্তব্য করা হয়েছে। সহ অভিনেতা অভিনেত্রীদের এমন অপমান হওয়া আর সহ্য করতে পারছেন না রাহুল। তাই এবার সোশ্যাল মিডিয়াতেই সরব হলেন রাজা চরিত্রের অভিনেতা রাহুল।

   

Rahul Arunoday Banerjee

দেশের মাটি সিরিয়ালের গল্প শুরু হয়েছিল নোয়া-কিয়ানের গল্প দিয়ে। নোয়া চরিত্রের অভিনেত্রী শ্রুতি সেন আর কিং চরিত্রে রয়েছেন অভিনেতা দিব্যজ্যোতি। তাদের জনপ্রিয়তাকে চাপিয়ে অনেক আগেই দর্শকদের ভালোবাসা পেয়েছে রাজা-মাম্পি জুটি। কিন্তু তা বলে এক জুটি ভালো লাগে বলে অন্যদের তো আর অপমান করা যায় না। সেখানে অপমান থেকে কুরুচিকর মন্তব্য সবই করা হচ্ছে অবিরত।

রাহুল নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘ অনেকদিন অনেক কিছু সহ্য করছি, কিন্তু রাজা-মাম্পি কে ভালোবাসার অর্থ যদি হয় আমার সহ অভিনেতা বা অভিনেত্রীদের অপমান করা, রক্ষে করুন, চাই না এমন ভালোবাস’। অর্থাৎ কাউকে অপমান করে যদি রাজা-মাম্পির জন্য ভালোবাসা আসে তাহলে সেই ভালোবাসা না পাওয়ায় শ্রেয়। একেবারে কড়া ভাষাতেই প্রতিবাদ জানিয়েছেন অভিনেতা।

Desher Mati Actor Rahul Arunodoy Banerjee posted on social media against trolling,Desher Mati,Rahul Arunody Banerjee,Raja-Mampi,Social Media Trolling,Shruti Das,শ্রুতি দাস,রাজা-মাম্পি,রাহুল অরুণোদয় ব্যানার্জী,দেশের মাটি,রুকমা রায়,Rukma Roy

শুধু তাই নয়, কড়া বার্তার শেষে জানিয়েও দিয়েছেন কাদের উদ্দেশ্যে এই বার্তা। লেখার শেষে ‘পুনশ্চ:এটা হুগলী মিমস এর উদ্দেশ্যে করা’ রয়েছে রাহুলের ফেসবুক পোস্টে। রাহুলের এই পোস্টে সমর্থন জানিয়েছেন মাম্পি চরিত্রের অভিনেত্রী রুকমা রায়। অভিনেত্রীর মতে, ঠিক কথা বলেছো। অন্যদিকে অভিনেত্রী শ্রুতিও মন্তব্য করেন, ‘তোমার মত কো-অ্যাক্টর থাকলে অনেক কটুকথা গা সব করে নিতে ইচ্ছা করে’।

site