কথায় আছে যেই হোক না কেন বউয়ের কাছে সবাই সমান। আসলে ব্যাপারটা হল বউকে নাকি জুজুর মত ভয় পায় স্বামীরা। যদিও এক কথাটা বাংলা প্রবাদ বলা চলে তবে কথাটা কিন্তু একেবারেই সত্যি। কি বিশ্বাস হচ্ছে না! তাহলে বলি অতি সাধারণ স্বামী থেকে শুরু করে সেলেব্রিটি স্বামী সকলের ক্ষেত্রেই ব্যাপারটা কিন্তু একই রকম। বিশ্বাস না হলে বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং (Ranveer Singh) আর দীপিকা পাডুকোনকেই (Deepika Padukone) দেখুন। ২০১৯ সালে এই দুই সুপারস্টার বিয়ে সেরেছেন। তবে বউকে কিন্তু বেশ ভয় পান রণবীর।
রণবীর সিং বলিউডের বিখ্যাত অভিনেতা। অন্যদিকে দীপিকা পাডুকোনও কোনো অংশে কম যান না। দুজনের মধ্যেকার সম্পর্কে বেশ গাঢ়। দুই সেলেব্রিটিই সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। বেশ কয়েক মিলিয়ন অনুগামী রয়েছে উভয়েরই। আর অনুগামীদের জন্য মাঝে মধ্যেই নানান ছবি ও শেয়ার করেন দুজনেই। সম্প্রতি রণবীর সিং একটি ভিডিও শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে।
ভিডিওটি শেয়ার হবার পরেই ব্যাপক ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওটির ক্যাপশনে রণবীর লিখেছেন, ‘ আপনারা কিসের সম্ভাবনা দেখতে পাচ্ছেন? আমিতো এটাই দেখতে পাচ্ছি যে নতুন প্রজন্মে অনেক নতুন নিজস্ব ভাবনা নিয়ে নিজেদের গল্প নিজেরাই লিখবে’। অভিনেতার এমন একটি ক্যাপশন সহ ভিডিওতে একাধিক সেলিব্রিটি নিজেদের মন্তব্য করেছেন। এমনকি বাদ যায়নি রণবীর পত্নী দীপিকাও।
View this post on Instagram
দীপিকা রণবীরের এই ছবিতে খানিক মজা করেই থ্রেট দিয়েছেন স্বামীকে। ক্যাপশনে কিসের সম্ভাবনা দেখতে পাচ্ছেন জিজ্ঞাসা করেই একেবারে রাগী বউদের মত জবাব দিয়েছেন দীপিকা। অভিনেত্রী লিখেছেন, ‘ আজ রাতে সময় মত ডিনারে না এলে একটা ঝটকা খাবার সম্ভাবনা দেখতে পাচ্ছি’। দীপিকার এই কমেন্ট দেখলেই বোঝা যায় দীপিকাকে খানিক ভয় পান রণবীর, ঠিক যেমন আর পাচটা বর নিজেদের স্ত্রীকে পেয়ে থাকেন।
তবে, আসলে কিন্তু ভয় পাবার মত কিছুই নেই। কারণ রণবীর ও দীপিকা একেঅপরকে ভীষণ ভালোবাসেন। বিয়ের পর থেকে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে রণবীর-দীপিকাকে। লকডাউনেও দুজনে বেশ মজা করেই কাটিয়েছেন। এরপর বলিউড ড্রাগ কান্ডেও অভিনেত্রীর পাশে ছিলেন স্বামী রণবীর। তাই, আসলে দীপিকার এহেন মন্তব্য যে নিছক মজার চলেই করা তা বুঝতে খুব একটা অসুবিধা হবার কথা নয়।