• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আলিয়া, প্রিয়াঙ্কা অতীত! সবাইকে টেক্কা দিয়ে সেরা নায়িকার শিরোপা পেলেন এই অভিনেত্রী, রইল ছবি

Published on:

Deepika Padukone voted as no. 1 heroine of India in new survey

বলিউডে একাধিক সুন্দরী এবং প্রতিভাবান নায়ক-নায়িকা রয়েছে। নিজেদের অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকদের ইমপ্রেস করেন তাঁরা। সেই তালিকায় নাম রয়েছে শাহরুখ খান থেকে শুরু করে কার্তিক আরিয়ানের। মাধুরী দীক্ষিত থেকে শুরু করে দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone)। তবে সবার মধ্যে সেরা কে?

সেরা অভিনেতা-অভিনেত্রীকে (No. 1 heroine) এই নিয়ে প্রায়শয়ই দর্শকদের মধ্যে চর্চা চলতে থাকে। কেউ শাহরুখকে  বেছে নেন, তো কেউ বেছে নেন সলমনকে। তবে এবার দর্শকদের থেকে ভোট নিয়েই ফের বলিউডের সেরা অভিনেতা-অভিনেত্রী বেছে নেওয়া হয়েছে।

Deepika Padukone and Alia Bhatt

সম্প্রতি একটি নামী সংবাদমাধ্যম কর্তৃক ভারতের সেরা নায়িকা বেছে নেওয়ার একটি সমীক্ষা করা হয়েছিল। এবার প্রকাশ হয়েছে সেই সমীক্ষার ফলাফল। সেখানে দেখা গিয়েছে, ফের ভারতের সেরা নায়িকার মুকুট গিয়ে উঠেছে ‘মস্তানি’ দীপিকা পাড়ুকোনের মাথায়।

দীপিকা পেয়েছেন মোট ২১ শতাংশ ভোট। তারপর তালিকায় নাম রয়েছে যথাক্রমে ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া এবং কঙ্গনা রানাউতের। তবে বলিউডের সেরা নায়িকা কে হয়েছেন তা জানা গেলেও, সেরা নায়কের নাম কিন্তু এখনও জানা যায়নি। অবশ্য এই সংশ্লিষ্ট সমীক্ষাতেই ‘নম্বর ওয়ান ওটিটি স্টার’ (পুরুষ) হিসেবে বেছে নেওয়া হয়েছে মনোজ বাজপেয়ী এবং ‘নম্বর ওয়ান ওটিটি স্টার’ (মহিলা) হিসেবে বেছে নেওয়া হয়েছে সুস্মিতা সেনকে।

Manoj Bajpayee and Sushmita Sen

বলিউডের সেরা নায়িকা দীপিকার দিক থেকে বলা হলে, প্রকাশ পাড়ুকোনের কন্যার বলিউড ডেবিউ হয়েছিল শাহরুখ খান অভিনীত ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে। প্রথম ছবিতেই নিজের সুন্দর অভিনয় এবং মিষ্টি হাসির মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন তিনি। দেখতে দেখতে বলিউডে বেশ কয়েক বছর কাটানোর পর হলিউডেও কাজ করে ফেলেছেন দীপিকা। ভিন ডিজেল অভিনীত ‘ট্রিপল এক্স’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

Deepika Padukone

দীপিকার কাজের নিরিখে বলা হলে, তাঁকে শেষ দেখা গিয়েছিল শকুন বাত্রা পরিচালিত ‘গেহরাইয়া’ ছবিতে। এরপর অভিনেত্রীকে শাহরুখ খানের সঙ্গে ‘পাঠান’, ঋত্বিক রোশনের সঙ্গে ‘ফাইটার’ ছবিতে দেখা যাবে। এছাড়াও বলিপাড়ার ‘মস্তানি’র হাতে নাগ অশ্বিনের একটি প্যান ইন্ডিয়া প্রোজেক্টও রয়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥