• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বামী রনবীর সিং নয় ঘুমোতে যাওয়ার আগে এই অভিনেতাকে চুম্বন করতেন দীপিকা! তথ্য ফাঁস

Published on:

বলিউডের ‘মস্তানি’ দীপিকা পাড়ুকোনের জনপ্রিয়তা এখন তুঙ্গে। কত পুরুষ ভক্তদের যে ক্রাশ তিনি তার হিসেব নেই। তার গ্ল্যামার, অভিনয়, হাইট, এবং ব্যক্তিত্ব-র জাদুতে কাত গোটা সিনে পাড়াই। তার স্বামী রনবীর সিং-ও বলিউডের তাবড় অভিনেতা৷ এই তারকাজুটি প্রথম থেকেই থাকে লাইম লাইটে। তাদের অনস্ক্রিন এবং অনস্ক্রিন রসায়ন খুবই নজরকাড়া।

কিন্তু জানেন কী? তার স্বামী রনবীর সিং নন বিয়ের আগে এই সুন্দরী অভিনেত্রী অপেক্ষা করে থাকতেন অন্য এক কিংবদন্তী অভিনেতার জন্য। এমনকি রাত্রে শুতে যাওয়ার আগে তার ছবিতে নিয়মিত চুমুও খেতেন অভিনেত্রী। কি জানতে ইচ্ছে করছে তো কে এই ভাগ্যবান?

দীপিকার স্বপ্নের পুরুষ আর কেউ নন,তিনি হলেন টাইটেনিকের জ্যাক, হলিউডের হার্টথ্রব লিওনার্দো ডিক্যাপ্রিও। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দীপিকার শোওয়ার ঘরে নাকি লিওনার্দোর বিশাল পোস্টার টাঙানো রয়েছে। আর সেই ছবিতেই রোজ রাত্রে শুতে যাওয়ার আগে নিয়ম করে তিনি আর তার বোন অনিশা লিও-কে চুমু খেয়ে শুতেন।

২০১৭সালে একটি ইনস্টাগ্রাম পোস্টে তার দেওয়ালের উল্লিখিত পোস্টারগুলির ছবি শেয়ার করেছিলেন দীপিকা পাড়ুকোন। শুধু দীপিকা কেন লিও-র জন্য স্বপ্ন দেখেন অসংখ্য মহিলাই। আজও তার টাইটেনিকের জ্যাক একইভাবে জনপ্রিয়, এদিকে দীপিকার জন্যও পাগল তার অসংখ্য পুরুষ ভক্ত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥