• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টাকার কাছে তুচ্ছ প্রেম! বলিউডে খ্যাতি পেতেই পুরোনো প্রেমের সাথে বেইমানি করেছেন এই ১৪ তারকা

Published on:

Deepika Padukone to Alia Bhatt 14 Bollywood Celebrities who dumped their partners after being sucessfull in Bollywood

বলিউড তারকাদের (Bollywood celebs) ব্যক্তিগত জীবন নিয়ে সব সময়ই অনুরাগীদের জানার প্রবল আগ্রহ থাকে। বিনোদন দুনিয়ার পা রাখার আগে তাঁদের জীবন কেমন ছিল, কাদের সঙ্গে প্রেম করতেন এই সব কিছুও জানা চাই তাঁদের। আজকের প্রতিবেদনে বলিউডের এমন ১৫ তারকার নাম তুলে ধরা হল যারা সফল হতেই তৎকালীন প্রেমিক-প্রেমিকাদের ‘লাথি’ মেরেছিলেন।

দীপিকা পাড়ুকোন এবং নীহার পান্ডিয়া (Deepika Padukone and Nihar Pandya) – মুম্বইয়ের অভিনয় স্কুলে প্রথম দেখা দীপিকা-নীহারের। বলিউড অভিনেত্রী যখন মডেলিং করতেন তখন নীহারের সঙ্গে তাঁর প্রেম ছিল বলে শোনা যায়। এমনকি দু’জনের লিভ-ইন করার গুঞ্জনও শোনা যেত। যদিও দীপিকা বলিউডে সফল হতেই নীহারের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যায়।

Deepika Padukone Nihar Pandya

রণবীর কাপুর এবং অবন্তিকা মালিক (Ranbir Kapoor and Avantika Malik) – ‘জানে তু ইয়া জানে না’ অভিনেতা ইমরান খানের প্রাক্তন স্ত্রী অবন্তিকা মালিকের প্রতি রণবীরের বড়সড় ক্রাশ ছিল। শোনা যায়, অবন্তিকার সিরিয়ালের সেটে তাঁর সঙ্গে দেখাও করতে যেতেন ঋষি পুত্র। তবে দুর্ভাগ্যবশত রণবীর এবং অবন্তিকার সম্পর্ক বেশিদিন টেকেনি এবং এরপর থেকে রণবীরের একাধিক বলিউড নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যেতে থাকে।

Ranbir Kapoor Avantika Malik

প্রিয়াঙ্কা চোপড়া এবং আসীম মার্চেন্ট- (Priyanka Chopra and Aseem Merchant) – বলিউড এবং হলিউডের নামী অভিনেত্রী প্রিয়াঙ্কার নামও লিস্টে রয়েছে। শোনা যায়, প্রিয়াঙ্কা এবং আসীম সিরিয়াস সম্পর্কে ছিলেন। কিন্তু ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জেতার পরই আসীমকে ছেড়ে দেন ‘দেশি গার্ল’।

Deepika Padukone Neehar Pandya,Abhishek Bachchan Dipannita Sharma,Sonakshi Sinha Aditya Shroff,Neil Nitin Mukesh Priyanka Bhatia,Kangana Ranaut Adhyayan Suman,Freida Pinto Rohan Antao,Jacqueline Fernandez Hassan Bin Rashid Al Khalifa,Aishwarya Rai Rajeev Mulchandani,Anushka Sharma Zoheb Yusuf,Alia Bhatt Ali Dadarkar,Ranbir Kapoor Avantika Malik,Arjun Kapoor Arpita Khan,Ranveer Singh Ahana Deol,Aditya Roy Kapoor Ahana Deol,Bollywood,entertainment,বলিউড,বিনোদন

আলিয়া ভাট এবং আলি দাদারকার (Alia Bhatt and Ali Dadarkar) – বলিউডের নামী অভিনেত্রী আলিয়া ভাট ডেবিউর আগে ছোটবেলার বন্ধু আলির সঙ্গে সম্পর্কে ছিলেন বলে শোনা যায়। কিন্তু এরপর সিদ্ধার্থ মলহোত্রার সঙ্গে সম্পর্কে জড়ান তিনি। তবে সেই সম্পর্কে বিচ্ছেদ হওয়ার পর ফের আলির কাছে গিয়েছিলেন আলিয়া। কিন্তু রণবীরের প্রতি নিজের ভালোবাসা জাহির করার পরেই বদলে যায় সব।

Alia Bhatt Ali Dadarkar

অনুষ্কা শর্মা এবং জোহেব ইউসুফ (Anushka Sharma and Zoheb Yusuf) – বেঙ্গালুরুতে মডেলিং করার সময় অনুষ্কা এবং জোহেবের আলাপ। দু’জনে একসঙ্গে মুম্বই এসেছিলেন বলিউডে কাজ করবেন বলে। অনুষ্কার শিকে ছিঁড়লেও জোহেব সুযোগ পাননি। সেই সঙ্গেই শেষ হয়ে যায় তাঁদের সম্পর্ক।

Anushka Sharma Zoheb Yusuf

ঐশ্বর্য রাই এবং রাজীব মূলচন্দানি (Aishwarya Rai and Rajeev Mulchandani) – ঐশ্বর্য এবং রাজীব একসঙ্গে মডেলিং শুরু করেছিলেন। কিন্তু এরপর সলমন খানের সঙ্গে ‘ভালো বন্ধুত্ব’ হওয়ার পরেই রাজীবের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন অ্যাশ।

Aishwarya Rai Rajeev Mulchandani

ফ্রিডা পিন্টো এবং রোহন আন্তাও (Freida Pinto and Rohan Antao) – ‘স্লামডগ মিলিয়েনেয়ার’ ছবির সঙ্গেই আকাশছোঁয়া সাফল্য পেয়েছিলেন ফ্রিডা। আর এরপরই রোহনের সঙ্গে ব্রেক আপ করে সহ অভিনেতা দেব পটেলের সঙ্গে সম্পর্কে জড়ান অভিনেত্রী। যদিও ৬ বছর পর সেই সম্পর্কও ভেঙে যায় দু’জনের।

Freida Pinto Rohan Antao

সোনাক্ষী সিনহা এবং আদিত্য শ্রফ (Sonakshi Sinha and Aditya Shroff) – বলিউডের নামী অভিনেত্রী সোনাক্ষীর নামও এই লিস্টে রয়েছে। জানা যায়, বলিউডে সফল হওয়ার আগে শত্রুঘ্ন কন্যা আদিত্যের সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু তাঁদের মধ্যে কোনও একটি কারণে বিশাল ঝামেলা হয় এবং এরপর বিচ্ছেদের হয়ে যায় দু’জনের।

Sonakshi Sinha Aditya Shroff

জ্যাকলিন ফার্নান্দেজ এবং হাসান বিন রাশিদ আল খালিফা (Jacqueline Fernandez and Hassan Bin Rashid Al Khalifa) – বলিউডে আসার আগে বাহরিনের রাজপুত্র হাসান বিন রাশিদ আল খালিফার সঙ্গে সম্পর্কে ছিলেন জ্যাকলিন। কিন্তু বি টাউনে এসে পরিচালক সাজিদ খানের সঙ্গে প্রেমের গুঞ্জন শুরু হতেই সেই সম্পর্কে ইতি পড়ে যায়।

Jacqueline Fernandez and Hassan Bin Rashid Al Khalifa

অর্জুন কাপুর এবং অর্পিতা খান (Arjun Kapoor and Arpita Khan) – বলিউডে পা রাখার আগে অর্জুন সলমন খানের বোন অর্পিতা খানের সঙ্গে সম্পর্কে ছিলেন। কিন্তু বি টাউনে পা রাখতেই ভেঙে যায় সম্পর্ক। এখন ভাইজানের প্রাক্তন বৌদি মালাইকা অরোরার সঙ্গে প্রেম করছেন অভিনেতা।

Arjun Kapoor Arpita Khan

রণবীর সিং, আদিত্য রায় কাপুর ও আহানা দেওল (Ranveer Singh, Aditya Roy Kapoor, Ahana Deol) – বলিউডের এই দুই হার্টথ্রবের নামই এক কন্যার সঙ্গে জড়িয়েছিল এবং তিনি হলেন ধর্মেন্দ্র ও হেমা মালিনীর মেয়ে আহানা দেওল। যদিও রণবীর এবং আদিত্য কারোর সঙ্গে হেমা কন্যার সম্পর্ক টেকেনি।

Ranveer Singh Aditya Roy Kapoor Ahana Deol

অভিষেক বচ্চন এবং দীপান্বিতা শর্মা- (Abhishek Bachchan and Dipannita Sharma) – ঐশ্বর্য রাইয়ের জন্য অভিষেক সুন্দরী মডেল- অভিনেত্রী দীপান্বিতাকে ছেড়েছিলেন বলে শোনা যায়। জানা যায়, বিশ্ব সুন্দরীকে বিয়ে করবেন বলেই দীপান্বিতার সঙ্গে সম্পর্কে ইতি টেনেছিলেন অমিতাভ পুত্র।

Abhishek Bachchan Dipannita Sharma

কঙ্গনা রানাউত এবং আধ্যায়ন সুমন (Kangana Ranaut and Adhyayan Suman) – বলিউডে পা রাখার পরেই কঙ্গনা শেখর সুমনের পুত্র আধ্যায়ন সুমনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। কিন্তু ‘গ্যাংস্টার’ ছবির মাধ্যমে সাফল্য পাওয়ার পরেই আধ্যায়নকে লাথি মারেন ‘ক্যুইন’।

Kangana Ranaut Adhyayan Suman

নীল নীতিন মুকেশ এবং প্রিয়াঙ্কা ভাটিয়া (Neil Nitin Mukesh and Priyanka Bhatia) – বলিউডের অন্যতম সুদর্শন অভিনেতা নীল নীতিন মুকেশের নামও এই লিস্টে রয়েছে। বলিউডে পা রাখার আগে ডিজাইনার বান্ধবী প্রিয়াঙ্কার সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি।

Neil Nitin Mukesh Priyanka Bhatia

কিন্তু বলিউডে পা দিতেই বদলে যায় সব রসায়ন। বি টাউনে জনপ্রিয়তা অর্জন করতেই প্রিয়াঙ্কাকে ‘লাথি’ মেরেছিলেন ‘গোলমাল’ এগেইন অভিনেতা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥