• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার বড়সড় চাপে পড়তে চলেছে দীপিকা, সমস্ত টিম মেম্বারদের সমন পাঠালো NCB

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর তদন্তে বলিউডে মাদকচক্রের যোগ মিলেছে। তারই তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI) ও এনসিবি (NCB) বিভিন্ন তারকা ও ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের পর  দীপিকা পাডুকোন (Deepika Padukone) ও তার ম্যানেজার কারিশমা প্রকাশকে (Karishma Prakash) জেরা করে এনসিবি। জেরায় উঠে আসে গুরুত্বপূর্ণ তথ্য। এবার দীপিকার ম্যানেজার কাশ্মীরার বিরুদ্ধে সমন জারি করেছে এনসিবি। কিন্তু আজব ভাবে সমন জারি হবার পর থেকেই বেপাত্তা কাশ্মীরা।

যেমনটা জানা যাচ্ছে কাশ্মীরাকে সমন পাঠানো হয়েছিল কারণ তাকে জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য জানতে পারে এনসিবি। তাই তাকে পুনরায় জেরার জন্যই ডাকা হয়েছে, কিন্তু  এর পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছে না কাশ্মীরাকে। কোথাও তার কোনো  চিহ্নই পাওয়া যাচ্ছেনা। শেষ পাওয়া তথ্য মতে কোয়ান নামক একটি ট্যালেন্ট ম্যানেজমেন্টের (Kwan Talent Management) দ্বারা দীপিকা ও তার মত আরো তারকাদের ডিলগুলি হয়ে থাকে। এনসিবি কোয়ানের সমস্ত সদস্যদের জেরার জন্য সমন জারি করেছে। তার পর থেকেই নিখোঁজ কাশ্মীরা প্রকাশ।

   

এনসিবির মতে কোয়ানের মাধ্যমেই বিভিন্ন সেলেব্রিটিদের কাছে মাদক  বিক্রির ব্যবসা হত। এমনটাও খবরে শোনা যাচ্ছে যে কাশ্মীরা প্রকাশ নিজের  আগাম জামিনের কোননি  আবেদন জানিয়েছে এনডিপিএস আদালতে। আজ এই জামিনের বিষয়ে শুনানি রয়েছে এনডিপিএস আদালতে। তবে এক এনসিবি অফিসারের মতে আমরা এই জামিনের বিরোধিতা করব। কারণ কাশ্মীরা তদন্তের কাজে সহোযোগিতাকরছেন না। তাছাড়া তিনি যদি কিছু নাই করে থাকেন তার যদি কিছু লুকানোর না থাকে তাহলে পালিয়ে বেড়াচ্ছেন কেন? তার নিখোঁজ হওয়া  তার প্রতি সন্দেহ আরো বাড়িয়ে দিচ্ছে।

site