• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সর্বনাশ! পোশাক ঠেলে বেরিয়ে আসছে স্তন-যুগল, কোনোমতে হাত দিয়ে নিজেকে আড়াল করলেন দীপিকা

Published on:

Deepika Padukone

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) তার স্টাইল স্টেটমেন্ট, হাইট, লুক, এলিগেন্সের জন্য সবসময়েই প্রশংসিত। কিন্তু মাঝেমধ্যে নিজেকে আরও ব্যতিক্রমী দেখাতে ভুল করে বসেন স্বয়ং ‘পদ্মবতী’ও। আর একবার পোশাকে বিভ্রাটে পড়তে হয়েছিল দীপিকাকেও।

অভিনেত্রীদের চুল থেকে পায়ের নখ পর্যন্ত ডিজাইন করে দেওয়ায় জন্য সবসময়ই রেডি হয়ে থাকেন ডিজাইনাররা৷ কিন্তু তাদের অতিরিক্ত সাজই একেকসময় বিপদে ফেলে অভিনেত্রীদের।

ফ্যাশন ডিজাইনার র‍্যাল্ফ লরেন-এর প্লাঞ্জিং নেকলাইন দিয়ে বানানো একটি গোল্ডেন কালারের ড্রেস পরে এই বেজায় বিপদে পড়েছিলেন দীপিকা। বডি হাগিং এই ড্রেসটি গলার কাছ থেকে প্রায় পেট অবধি চেরা।

এই ধরনের পোশাক সস্থানে রাখার জন্য ‘ডাক্ট টেপ বা স্টিক অন ‘ব্রা পরতে হয়। এই পোশাক পরে দীপিকাকে দেখা গিয়েছিল ‘XXX : দ্য রিটার্ন অফ জ্যান্ডার কেজ’-এর প্রোমোতে। এই পোশাক ছাড়া আর কোন গয়না ছিল না তার।

কিন্তু এই পোশাক পরলেও সর্বসমক্ষে সেটা সামলাতে দারুণ ঝক্কি পোয়াতে হয়েছিল অভিনেত্রীকে৷ এমনকি স্তনযুগল বেরিয়ে আসার জোগাড় হয়েছিল দীপিকার, কোনোরকমে হাত দিয়ে সেসব ঢাকেন অভিনেত্রী৷ যদিও এই পোশাকের জেরে তুমুল সমালোচনার মুখে পড়তে হয়েছিল দীপিকাকে। সবার বক্তব্য একটাই, এমন ড্রেস পরাই কেন যা পরে অস্বস্তি বোধ করতে হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥