বাংলা টেলিভিশনে এই মুহূর্তে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। সপ্তাহের ৫দিন সম্প্রচারিত হলেও এই সিরিয়ালের জনপ্রিয়তা এবং টিআরপি দেখার মতো। একাধিকবার চ্যানেল টপার হয়েছে সূর্য (Surjya)-দীপার (Deepa) সিরিয়াল। দর্শকদের একাংশের মতে, সপ্তাহে ৭দিন দেখানো হলে অতি সহজেই বেঙ্গল টপার হতে পারতো ‘অনুরাগের ছোঁয়া’।
সূর্য-দীপার সিরিয়ালের এত সাফল্যের পিছনের অন্যতম কারণ হল জমজমাট ট্র্যাক। ধারাবাহিকটির নিয়মিত দর্শকরা জানেন, সিরিয়ালের কাহিনী ৮ বছর এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দুই মেয়েকে নিয়ে সূর্য-দীপা একের অপরের থেকে আলাদা থাকে, একজনের সঙ্গে থাকে সোনা এবং আর একজনের সঙ্গে থাকে রূপা।

৮ বছরের লিপের পর এখনও পর্যন্ত নিজের ডাক্তারবাবুর সম্মুখীন হয়নি দীপা। যদিও সোনার সঙ্গে দীপার এবং রূপার সঙ্গে সূর্যর আলাপ হয়ে গিয়েছে। তবে নিজেদের মধ্যেকার আসল সম্পর্কের কথা জানে না তাঁরা। এখন আপাতত দর্শকরা সূর্য-দীপার মুখোমুখি হওয়ার অপেক্ষায় বসে আছেন।

কিন্তু এসবের মাঝেই ধারাবাহিকের সাম্প্রতিক পর্ব দেখে উৎকণ্ঠায় ভুগছেন দর্শকরা। কারণ ‘অনুরাগের ছোঁয়া’র সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, দীপার কাশির সঙ্গে রক্ত উঠছে। সেই সঙ্গেই সে বলছে, তাঁর হাতে আর বেশি সময় নেই।

এতদিন ধরে ‘অনুরাগের ছোঁয়া’য় দেখানো হচ্ছিল, দীপার শুধু কাশি হচ্ছে। তা দেখে রূপা বহুবার তাঁকে ডাক্তার দেখানোর কথা বলেছে। কিন্তু দীপা সেই কথায় কান দেয়নি। এমনকি মায়ের অসুস্থতার কথা সূর্যকে পর্যন্ত জানিয়েছে ছোট্ট রূপা। যদিও সূর্য এখনও জানে না, রূপার মা আসলে দীপা।
তবে এবার দীপার শারীরিক অবস্থার আরও অবনতি হল। এতদিন অবধি শুধু কাশি হলেও এবার সেই কাশির সঙ্গে রক্ত বেরনো শুরু হয়েছে। ‘অনুরাগের ছোঁয়া’য় দেখানো হবে, অটো করে রূপার সঙ্গে বাড়ি ফেরার সময় দীপার কাশি ওঠে। রুমাল চাপা দিয়ে কাশির পর সে দেখে রুমালে রক্ত লেগে। এই পর্ব দেখার পরই দর্শকরা চিন্তায় পড়ে গিয়েছেন। তাহলে কি দেখা হবে না সূর্য-দীপার? আপাতত এই একটি প্রশ্নই ঘুরছে তাঁদের মনে।














