• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৭৮’এও দারুণ ফিট! বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে’র ফিটনেস সিক্রেট শুনে চোখ কপালে রচনার, রইল ভিডিও

Published on:

Deepankar De shares his fitness secret in Didi No 1

বাংলা টেলিভিশনের ইতিহাসের অন্যতম জনপ্রিয় শো হল ‘দিদি নম্বর ১’ (Didi No. 1)।বছরের পর বছর ধরে দর্শকদের বিনোদিত করে আসছে রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) সঞ্চালিত এই শো। ‘দিদি নম্বর ১’এর টিআরপিও বেশ ভালো। সাধারণ মানুষ থেকে শুরু করে বিনোদন জগতের তারকা, রচনার শোয়ে অতিথি হিসেবে এসেছেন অনেকেই।

‘দিদি নম্বর ১’এর মঞ্চে কেউ একা এসেছেন, কেউ মা-বাবার সঙ্গে এসেছেন, আবার কেউ এসেছেন নিজের স্বামীর সঙ্গে। সঞ্চালিকা এবং দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নিজের জীবনের সংঘর্ষের, সুখ-দুঃখের নানান অজানা কাহিনী।

Didi No. 1

তবে দর্শকদের একটু বেশি প্রিয় ‘দিদি নম্বর ১’এর সেলিব্রিটি স্পেশ্যাল এপিসোডগুলি। কারণ সেখানে পর্দার প্রিয় তারকারা নিজেদের জীবনের নানান অজানা কাহিনী দর্শকদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি যেমন এমনটাই করেছেন টলিউড ইন্ডাস্ট্রির নামী অভিনেতা দীপঙ্কর দে (Deepankar Dey)।

Deepankar De and Dolon Roy

সম্প্রতি প্রকাশ্যে এসেছে জি বাংলার এই সুপারহিট শোয়ের একটি নতুন প্রোমো। সেখানে দেখা গিয়েছে, রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শোয়ে অতিথি হিসেবে গিয়েছেন বাংলার বিনোদন দুনিয়ার কয়েকজন নামী অভিনেতা-অভিনেত্রী। সঙ্গে রয়েছেন তাঁদের পার্টনারও।

সদ্য প্রকাশ্যে আসা প্রোমোয় দেখা গিয়েছে, ‘দিদি নম্বর ১’এ গিয়েছেন অভিনেতা অর্জুন চক্রবর্তী এবং তাঁর স্ত্রী নীলাঞ্জনা, অভিনেত্রী মধুমন্তি মৈত্র এবং তাঁর স্বামী অশোক বিশ্বনাথন, অভিনেত্রী চৈতালি দাশগুপ্ত এবং তাঁর স্বামী রাজা দাশগুপ্ত এবং অভিনেত্রী দীপঙ্কর দে এবং তাঁর স্ত্রী তথা অভিনেত্রী দোলন রায়।

Chaitali Dashgupta and Raja Dashgupta

দীপঙ্করকে দেখে বেশ খুশি হয়েছেন দর্শকরা। এমনিতেই ৭৮ বছর বয়সে তিনি যেভাবে দাপিয়ে বিভিন্ন ধারাবাহিকে অভিনয় করছেন তা তাঁদের আগেই মুগ্ধ করেছিল। এবার অভিনেতা নিজের ফিটনেস সিক্রেট সকলের সঙ্গে ভাগ করে নেওয়ায় বেশ খুশি হয়েছেন দর্শকরা।

‘ক্যানিংয়ের মিনু’র অভিনেতা দীপঙ্করকে রচনা জিজ্ঞেস করেন, ৭৮ বছর বয়সে তিনি কীভাবে এতটা ফিট? যা শোনামাত্রই টলিউডের একাধিক সিনেমা এবং বহু জনপ্রিয় বাংলা ধারাবাহিকে অভিনয় করা এই অভিনেতা বলেন, ‘পেট পুজো, পুরোটাই পেট পুজো। আলুর চপ, বেগুনি এগুলো তো খাবই!’ আর তা শোনামাত্রই চোখ বড় বড় করে রচনা বলে ওঠেন, ‘এখনও?’ সঙ্গে সঙ্গে জোর গলায় বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘হ্যাঁ’। ৭৮ বছর বয়সি ‘তরুণ’ দীপঙ্করের ফিটনেস সিক্রেট দেখে হাসির রোল উঠেছে নেটপাড়াতেও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥