• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বৃদ্ধ বয়সে পাশে নেই স্ত্রী! ‘আমার খুব একা লাগে’, দোলনের বিরুদ্ধে ‘অভিযোগ’ দীপঙ্করের

Published on:

Deepankar De says Dolon Roy is so busy he feels lonely sometimes

বাংলা বিনোদন দুনিয়ার (Tollywood) চর্চিত জুটির তালিকা যদি তৈরি করা হয় তাহলে সেখানে অবশ্যই স্থান করে নেবেন দীপঙ্কর দে (Deepankar De) এবং দোলন রায় (Dolon Roy)। তাঁদের সম্পর্ক যে কোনও ‘কাপলের’ কাছে অনুপ্রেরণা। যেভাবে সকল কটাক্ষ, ঝড়ঝাপটা সামলে আজও একসঙ্গে রয়েছেন তাঁরা তা সত্যিই মুগ্ধ করার মতো। তবে সম্প্রতি এই দীপঙ্করই স্ত্রী দোলনের বিরুদ্ধে ‘অভিযোগ’ এনেছেন!

আজ থেকে বছর তিনেক আগে সই-সাবুদ করে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিলেন দীপঙ্কর এবং দোলন। যদিও এই তারকাজুটির সম্পর্কের বয়স প্রায় ২৭ বছর। আইনি বিয়ের আগে প্রায় ২৪ বছর সহবাস করেছিলেন দু’জনে। এখন বাইপাস লাগোয়া একটি বহুতলে থাকেন দু’জনে। সুখ-দুঃখ, হাসি-কান্নায় একসঙ্গে কাটিয়ে ফেলেছেন আড়াই দশকেরও বেশি সময়।

Deepankar De and Dolon Roy

বছর চব্বিশের দোলন যখন বিবাহিত দীপঙ্করের প্রেমে পড়েছিলেন তখন তা নিয়ে কম চর্চা হয়নু। রবি ঘোষের নাটকের দলে কাজ করতে গিয়েহি প্রথম আলাপ, এরপর শুরু হয় প্রেমপর্ব। মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর দোলনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন দীপঙ্কর। অনেক কটুক্তি শুনতে হয়েছিল দু’জনকেই। তবে কেউ কারোর হাত ছাড়েণণী।

নিন্দুকদের মুখে ঝামা ঘষে ২৭ বছর ধরে একসঙ্গে রয়েছেন দীপঙ্কর-দোলন। সময়ের সঙ্গেই বেড়েছে তাঁদের ভালোবাসা। কিন্তু সম্প্রতি হঠাৎ করেই বৌয়ের ওপর বড্ড ‘অভিমান’ হয়েছে বর্ষীয়ান অভিনেতার। কিন্তু কী এমন করেছেন স্ত্রী?

Deepankar De and Dolon Roy

৭৮ বছর বয়সী দীপঙ্কর এখ কাজ করছেন ‘ক্যানিং-এর মিনু’ ধারাবাহিকে। মাসে প্রায় ১৫ দিন কাজ করেন তিনি। অপরদিকে স্ত্রী দোলন কাজ করছেন, ‘টুম্পা অটোওয়ালি’ এবং ‘আলোর ঠিকানা’য়। দু’টি ধারাবাহিকে কাজ করছেন বলে স্বাভাবিকভাবেই একটু বেশি ব্যস্ত থাকেন অবিনেত্রী। সংসারে ঠিক করে সময় দিতে পারেন না। আর সেই জন্যই অভিমান জমেছে দীপঙ্করের মনে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতা জানান, ‘ও এত কাজ নিয়ে ব্যস্ত থাকে…। আমার খুব একা লাগে। শুধু মনে হয় ও যদি একটু থাকত, তাহলে সুখ-দুঃখের গল্প একটু করতে পারতাম’। স্বামীর অভিযোগ অস্বীকার করেননি দোলনও। অভিনেত্রীর কথায়, তিনি চেষ্টা করেন যতটা সম্ভব স্বামীর সঙ্গে থাকার। দীপঙ্করকে অবসরের প্ল্যানিং নিয়ে জিজ্ঞেস করা হলেন সাফ বলেন, সারাদিন বাড়িতে বসে থেকে কী করবেন তিনি? আর তাছাড়া এখন যেমন মূল্যবৃদ্ধি হয়েছে, জীবনযাপনের টাকাটা আয়ও তো করতে হবে!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥