• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বৌয়ের জন্য কান্নাকাটি! সেই বৌ-দীপাই ঠাঁটিয়ে চড় মারলো সূর্যকে, রইল প্রমো ভিডিও 

সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। বাংলা সিরিয়ালের সাথে দর্শকদের সম্পর্কও কিন্তু  আজকের নয়।তাই বহুদিন ধরেই দর্শকদের বিনোদনে বাংলা সিরিয়ালের জুড়ি মেলা ভার। তবে এখনকারদিনে বদলে গিয়েছে দর্শকদের সিরিয়াল দেখার রুচি। তাই একটু ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে এখনকার দিনে বেশীরভাগ সিরিয়ালের গল্পই উঠে আসে একেবারে মানুষের জীবন থেকে।

যার ফলে পর্দায় সেই কাহিনী আরও বেশী করে জীবন্ত হয়ে ওঠে। এই ধরনের টিভি সিরিয়ালের সাথে নিজেদের ভালোই মিল খুঁজে পান সিরিয়ালপ্রেমী দর্শকরাও। কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে এমনই একটি ভিন্ন স্বাদের নতুন সিরিয়াল হল ‘অনুরাগের ছোঁয়া’(Anurager Chonwa)। এই সিরিয়ালের মূলমন্ত্র হল, ‘রূপ নয়, গুণ দিয়েই মানুষের আসল বিচার হয়’।

   
অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,দীপা,Deepa,সূর্য,Surjo,চড়,Slaps,ভাইরাল ভিডিও,Viral Video

ধারাবাহিকে দীপা (Deepa)-র চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)। তার বিপরীতে ডাক্তার বাবু সূর্যের (Surjo) চরিত্রে দেখা যাচ্ছে  জনপ্রিয় টেলি অভিনেতা দিব্যজ্যোতি দত্ত (Dibyojyoti Dutta) -কে। ধারাবাহিকের শুরুর দিকে দেখা গিয়েছিল  দীপাকে সারাক্ষণ একেবারে চোখে হারাচ্ছে তার ডাক্তার বাবু অর্থাৎ সূর্য। ভালোবেসে নিজে থেকেই তাকে বিয়ে করে বাড়িতে এনেছিল সে।

অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,দীপা,Deepa,সূর্য,Surjo,চড়,Slaps,ভাইরাল ভিডিও,Viral Video

কিন্তু গল্প এগোনোর সাথে সাথে এখন সিরিয়ালে এসেছে বিরাট পরিবর্তন। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন মিশকার চক্রান্তে দিনের পর দিন দীপাকে ভুল বুঝেছে সূর্য। দীপা গর্ভবতী হলেও সূর্য যেহেতু জানে সে আর কোনোদিন বাবা হতে পারবে না তাই সেই সুযোগ  নিয়েই দীপার সাথে তার পাতানো দাদা কবিরের নাম জড়িয়ে সূর্যর মনে সন্দেহের বীজ তৈরী করেছে মিশকা। যা দিনে দিনে বিরাট আকার ধারণ করে চলেছে।

অনুরাগের ছোঁয়া,Anurager Chonwa,দীপা,Deepa,সূর্য,Surjo,চড়,Slaps,ভাইরাল ভিডিও,Viral Video

যা দীপার সাধের দিন বাড়ির সকল সদস্যদের সামনে একেবারে আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছে। সম্প্রতি চ্যানেলের তরফে সোশ্যাল মিডিয়া পেজে এই পর্বের একটা ভিডিও শেয়ার করা হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে একদিকে মিশকার পাতা ফাঁদে পা দিয়ে দীপা ভাবতে শুরু করে সূর্য তাকে মেরে ফেলার চেষ্টা করেছে। অন্যদিকে সূর্যও ভুল বুঝে যাচ্ছে দীপাকে।

মনের সমস্ত দ্বিধা দ্বন্দ্বের ঊর্ধ্বে গিয়ে নিজের মনের কষ্ট আর চেপে রাখতে না পেরে শেষ পর্যন্ত সূর্যও বাড়ির সবার সামনে জানিয়ে দেয় দীপার গর্ভের সন্তান তার নয় অন্য কারও। এইভাবে একের পর এক অভিযোগ আর সহ্য করতে না পেরে প্রচন্ড রাগে সকলের সামনে সূর্যের গালে একটা চড় কষিয়ে দেয় দীপা। সূর্যের নোংরা অভিযোগের বিরুদ্ধে দীপাকে এইভাবে রাগে ফেটে পড়তে দেখে খুশি হয়েছেন দর্শকরাও।

site