একমাত্র সিরিয়ালের দর্শকরাই জানেন সিরিয়াল দেখার মজা। এখনকারদিনে বিনোদন আর বাংলা সিরিয়াল উঠেছে হয়ে উঠেছে একে অপরের পরিপূরক। তাই সিরিয়াল মানেই দর্শকদের অবসর যাপনের অন্যতম অঙ্গ। অবসর সময়ে কিংবা কাজের ফাঁকে পছন্দের সিরিয়াল দেখা দর্শকদের রোজকারের অভ্যাস। ইদানিং দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chonwa)।
দেখতে গেলে টেলিভিশনের পর্দায় এই সিরিয়ালের বয়স বেশিদিন নয়। কিন্তু এরইমধ্যে মাত্র অল্প কয়েকদিনেই বাংলার সিরিয়ালপ্রেমী দর্শককের কাছে বেশ পছন্দের একটি সিরিয়াল হয়ে উঠেছে নায়ক-নায়িকা সূর্য দীপার এই মিষ্টি প্রেমের গল্প। তারকাখচিত এই সিরিয়ালের অন্যতম মূল ইউএসপি হল ডাক্তারবাবু সূর্য (Surjo) আর দীপার (Deepa) অত্যন্ত সহজ-সরল দাম্পত্য জীবন। যদিও এখন তা একেবারেই আর সহজ-সরল নেই ।
বেশ কিছুদিন হয়ে গেল বান্ধবী মিশকার (Mishka) চক্রান্তে দীপাকে ভুল বুঝেই চলেছে সূর্য।এখন রাগের মাথায় সুযোগ পেলেই দীপাকে সবার সামনে যা নয় তাই বলে অপমান করছে সূর্য। এমনকি সম্প্রতি সূর্য দীপাকে জানিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি সে তার বান্ধবী মিশকাকে বিয়ে করবে। যদিও পরে সূর্য মিশকাকে বোঝায় এসব কথা সে মন থেকে বলেনি। দীপার ওপর রাগ করে তার মুখ দিয়ে এসব ভুলভাল কথা বেরিয়ে গিয়েছে।
কিন্তু মিশকা তো ছেড়ে দেওয়ার পাত্রী নয়। তাই সূর্য বারণ করা সত্ত্বেও ইতিমধ্যেই সে তার সাথে সূর্যর এনগেজমেন্টের তোড়জোড় শুরু করে দিয়েছে। অন্যদিকে দেখা গিয়েছে অনুশোচনায় দগ্ধ তবলা অসুস্থ শরীরে কোনোরকমে দীপার কাছে গিয়ে জানিয়ে দিয়েছে মিশকার আসল সত্যি। তবলা দিপাকে জানিয়েছে এতদিন তার জীবনে যত রকমের বিপদ এসেছে তার সবকিছুর পিছনেই রয়েছে মিশকার হাত।
এসব শুনে দীপা সোজা চলে যায় হাসপাতালে। সেখানে গিয়েই একের পর এক প্রশ্নের সাথে সাথেই চড় (Slap) কষিয়ে দেয় মিশকার গালে। অবস্থা বেগতিক দেখে কুমিরের কান্নার মতো চোখের জল ফেলে মিশকা। এমনকি দীপার হাতে পায়ে ধরে সে। যদিও সবটাই ছিল মিশকার নাটক।
আসলে সূর্যকে আগে থেকে দেখে সে ইচ্ছা করে নাটক করছিল।যার ফলে সূর্য আগের মতোই এবারও দিপাকেই ভুল বোঝে। কিন্তু বারবার এই এক ট্র্যাক দেখে ভীষণ বিরক্ত দর্শক। তারা চাইছেন এবার যে করেই হোক সত্যিটা সকলের সামনে আসুক। তবে গতকাল দীপা যেভাবেমিশকাকে কষিয়ে থাপ্পড় মেরেছে তা দেখে দারুণ খুশি হয়েছেন দর্শকদের একাংশ।