• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশকার মুখে ঝামা! সূর্যর স্ত্রী হওয়ার সকল অধিকার ফিরে পেল দীপা, ধামাকা পর্ব ‘অনুরাগের ছোঁয়া’য়

Published on:

Deepa gets her rights back as Surjya’s wife, new twist in Star Jalsha Bengali serial Anurager Chhowa

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকের প্রত্যেকটি পর্ব এখন দারুণ জমজমাট হচ্ছে। রোজ সিরিয়ালের গল্পে নিত্যনতুন টুইস্ট আসছে। কখনও মনে হচ্ছে, এবার হয়তো সূর্য (Surjya)-দীপার (Deepa) সম্পর্ক চিরতরে ভেঙে যাবে, কখনও আবার ভুল বোঝাবুঝি মিটিয়ে কাছাকাছি আসছে দু’জনে। সিরিয়ালের (Bengali Serial) গল্প যে ঠিক কোন দিকে মোড় নেবে তা আগাম বলতে পারছে না কেউই।

সম্প্রতি ‘অনুরাগের ছোঁয়া’য় দেখানো হয়েছে, সন্তান জন্মের পর ভালো হয়ে গিয়েছে ঊর্মি। আগে সে দীপাকে দু’চোখে দেখতে পারতো না। মা হওয়ার সঙ্গে সঙ্গেই ‘দিদি’র প্রতি ঊর্মির মনের সকল হিংসা ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। এবার তাঁর জন্যই সেনগুপ্ত বাড়িতে নিজের হারানো মর্যাদাও ফিরে পেল দীপা।

Anurager Chhowa, Anurager Chhowa Deepa

এতদিন মিশকার সাহায্য করছিল ঊর্মি। কিন্তু এখন সে নিজের দিদির পাশে এসে দাঁড়িয়েছে। সোনা, রূপা, লাবণ্যদের মতো এখন সে-ও সূর্য-দীপার মিল করাতে চাইছে। সম্প্রতি যেমন ঊর্মির জন্যই ফের বাড়ির বড় বৌয়ের দায়িত্ব পালন করতে দেখা যায় দীপাকে। মিশকার ষড়যন্ত্র এবং সূর্যর রাগের জন্য এতদিন পর্যন্ত দীপা যে অধিকার থেকে বঞ্চিত ছিল, এবার সেই অধিকারই সে ফিরে পেল।

‘অনুরাগের ছোঁয়া’র সাম্প্রতিক পর্বে দেখানো হয়েছে, ঊর্মির সন্তানকে উপহার দেওয়ার ইচ্ছা থাকলেও টাকার অভাবে কিছু কিনতে পারছিল দীপা। সেকথা জানতে পেরে সূর্য তাঁকে উপহার কিনে দেয়। এরপর ঊর্মি সন্তান নিয়ে বাড়ি আসার পর তাঁর কথায় ফের আগের মতো সাজে দীপা। শুধু তাই নয়, বাড়ির বড় বৌ হিসেবে ঊর্মি এবং তাঁর সদ্যোজাতকে বরণও করে সে।

Anurager Chhowa, Anurager Chhowa Deepa

দীপা বাড়ির বড় বৌয়ের মর্যাদা ফিরে পেয়েছে দেখে সেনগুপ্ত বাড়ির সকলে খুশি হয়ে যায়। পাশাপাশি স্ত্রীকে এত বছর পর আগের মতো সাজতে দেখে কিছুটা অবাক হয়ে যায় সূর্য। এমনকি পুজোতেও দীপার পাশে বসে সে। যদিও কিছুক্ষণ পরেই দীপাকে আড়ালে নিয়ে গিয়ে সূর্য বলে, যত খুশি ঢাক পেটালেও, সেনগুপ্ত বাড়ির বড় বৌ সে কোনোদিন হতে পারবে না। একথা শুনে দীপা ঘর থেকে বেরিয়ে যেতে গেলে সে সূর্যের ওপর পড়ে যায়।

এরপরেই সেখানে চলে আসে সোনা-রূপা। পরের দিন সোনা-রূপা স্কুল যাওয়ার জন্য তৈরি হলে তাঁদের মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখতে পায় সূর্য। আগেই ধারাবাহিকের প্রোমোয় দেখা গিয়েছিল, স্কুলের ফাংশানে সূর্য-দীপা সাজবে সোনা-রূপা। এরপরেই সোনার নকল মা-কে নিয়ে আসবে সূর্য। সোনার নতুন মা আসার পর সূর্য-দীপার কাহিনী কোন দিকে মোড় নেয় এবার এটাই দেখার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥