• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মিশকার মুখে ঝামা! ‘আমি ডিভোর্স দেব না’ কোর্টে জানাল দীপা, টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব

Published on:

Deepa disagrees to give divorce to Sujya, Star Jalsha’s Anurager Chhowa latest track revealed

স্টার জলসার (Star Jalsha) ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) ধারাবাহিকটি একেবারে জমে উঠেছে। একের পর এক ধামাকা ট্র্যাক আসছে সিরিয়ালে। প্রত্যেক সপ্তাহে গল্পে চমক আনায় দিন দিন জনপ্রিয়তাও বাড়ছে সূর্য (Surjya)-দীপার (Deepa) কাহিনীর। সেই সঙ্গেই সপ্তাহের পর সপ্তাহ ধরে বেঙ্গল টপারের সিংহাসনও ধরে রেখেছে এই সিরিয়াল।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, সূর্যর মুখ থেকে ডিভোর্সের (Divorce) কথা শোনার পরই অসুস্থ হয়ে যায় দীপা। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর জ্ঞান ফেরা মাত্রই সে সূর্যকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দীপা। সেই সঙ্গেই বলে, আমায় প্লিজ ছেড়ে চলে যাবেন না ডাক্তারবাবু।

Surjo deepa Anurager chhowa, Anurager Chhowa

এবার সিরিয়ালের আসন্ন পর্বে দেখা যাবে, ডিভোর্সের জন্য কোর্টে গিয়েছে দীপা। সেখানে ফের মাথা ঘুরে যায় তাঁর। সঙ্গে সঙ্গে ছুটে এসে তাঁকে ধরে ফেলে সূর্য। এরপর স্ত্রীকে জল এগিয়ে দিতে গেলে দীপা মুখের ওপর বলে ‘লাগবে না’। ওদিকে তাঁদের সমস্ত কথাবার্তা মনোযোগ সহকারে শুনতে থাকেন বিচারক।

এরপর সূর্য বিচারককে বলে, দীপা তাঁর থেকে তাঁর সন্তানকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে। সেই জন্য সে এই বিয়ে ভেঙে দিতে চাই। এই কথা শুনে স্বাভাবিকভাবেই প্রচণ্ড খুশি হয়ে যায় মিশকা (Mishka)। এরপর দীপার কাছে তাঁর মতামত জানতে চান বিচারক।

Anurager Chowa surja deepa in court for divorce, Anurager Chhowa

তখন দীপা সাফ বলে দেয় সে সূর্যকে ডিভোর্স দিতে রাজি নয়। ব্যস, একথা শুনেই তেলেবেগুনে জ্বলে ওঠে মিশকা। সে এতটাই বাড়াবাড়ি করে যে পুলিশ তাঁকে কোর্টরুম থেকে বের করে দেয়।

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)


ওদিকে আবার সূর্যর মা লাবণ্য বৌমা দীপার হয়ে কোর্টে রায় দেয়। এমনকি বিচারকের সঙ্গে আলাদা করে কথা বলতেও দেখা যায় লাবণ্যকে। দর্শকদের অনুমান, লাবণ্যর মুখ থেকে সম্পূর্ণ ঘটনা শোনার পরই বিচারক সূর্য এবং দীপাকে একসঙ্গে ৬ মাস থাকার আদেশ দেবেন। এবার দেখা যাক, একসঙ্গে থাকতে গিয়ে ‘সুদীপা’র সম্পর্ক কোন দিকে মোড় নেয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥