• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবশেষে দেখা হল! ৮ বছর পর সূর্য-দীপার মিল করালেন সূর্যর বাবা, ‘অনুরাগের ছোঁয়া’য় এল জমজমাট মোড়

Published on:

Deepa and Surjya finally see each other after 8 years in Anurager Chhowa

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক (Bengali serial) হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। স্লট টপার তো বটেই, একাধিকবার চ্যানেল টপারও হয়েছে এই সিরিয়াল। আর সিরিয়ালে যেভাবে একের পর এক টুইস্ট আসছে তাতে তো এমনটা হওয়ারই কথা।

‘অনুরাগের ছোঁয়া’র নিয়মিত দর্শকরা জানেন, ধারাবাহিকটি ৮ বছর লিপ নিয়েছে। ৮ বছর হয়ে গেল একে অপরের থেকে দূরে থাকছে সূর্য (Surjya) এবং দীপা (Deepa)। দু’জন দুই মেয়ে আর একরাশ অভিমান নিয়ে একে অপরের থেকে দূরে সরে আছে। অনেকদিন ধরেই দর্শকরা সূর্য-দীপার দেখা হওয়ার অপেক্ষায় বসে আছেন। অবশেষে আসতে চলেছে সেই দিন।

Surjya Deepa Anurager Chhowa

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ‘অনুরাগের ছোঁয়া’র নতুন প্রোমো। যেখানে দেখা গিয়েছে, সোনা-রূপার প্রার্থনার জোরে দেখা হয়েছে সূর্য-দীপার। হাসপাতালেই দেখা হবে দু’জনের। কিন্তু এর আগে ধারাবাহিকে আসতে চলেছে আরও একটি চমক।

স্টার জলসার তরফ থেকে শেয়ার করা একটি ভিডিওয় আগেই দেখা গিয়েছিল, সূর্যর বাবাকে একটি অটো ধাক্কা মেরেছে। সেই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছিল দীপা। রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে দেখেই সে ছুটে যায়। কাছে গিয়ে দেখে শ্বশুরমশাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। সঙ্গে সঙ্গে ‘বাবা’ বলে চিৎকার করে ওঠে দীপা। সেই ডাক শুনে একবার চোখ খুলেই অজ্ঞান হয়ে যান সূর্যর বাবা।

Surjya Deepa Anurager Chhowa

এইটুকু দেখার পরই দর্শকদের মনে হয়েছিল, এবারই হয়তো দেখা হবে সূর্য-দীপার। আর ঠিক তেমনটাই হতে চলেছে। কিছুক্ষণ আগে স্টার জলসার তরফ থেকে আরও একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছে সূর্যর বাবা। দীপা মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। তখনই হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করে সূর্য।

এত বছর পর স্বামীর গলার আওয়াজ শুনে খানিক চমকে গিয়ে পিছন ফিরতেই সূর্যকে দেখে দীপা। ৮ বছর পর একে অপরকে দেখে স্বাভাবিকভাবেই চোখ ফেরাতে পারছিল না দু’জনে। ভিড় করে আসছিল পুরনো স্মৃতি। এরপর ছেলে-বৌমাকে কাছে টেনে দু’জনের হাতে হাত রেখে মিল করান সূর্যর বাবা। ‘অনুরাগের ছোঁয়া’র এই নতুন ঝলক দেখে দর্শকদের আনন্দ যে আর বাঁধ মানছে না তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥