• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সিরিয়ালে চরম শত্রু মিশকা,দীপা বাস্তবে বন্ধু! বাস্তবে কেমন ছেলে পছন্দ জানালেন অহনা

Published on:

দীপা,Deepa,অনুরাগের ছোঁয়া,Anurager chonwa,আহনা দত্ত,Ahana Dutta,মিশকা,Mishka

রিয়ালিটি শোয়ের প্রতিযোগিদের সিরিয়ালে চান্স পাওয়া এবং পরবর্তীতে অভিনেতা অভিনেত্রী হিসাবেই পরিচিত হওয়ার বিষয়টি মোটেই নতুন নয়। জি বাংলার  জনপ্রিয় রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্স। এই শোয়ের এমন কিছু প্রতিযোগি রয়েছেন যাদের জীবনের মূলমন্ত্র নাচ হলেও অভিনয়ে সুযোগ পাওয়ার পর এখন চুটিয়ে অভিনয় করছেন তারা।

পর্দার যমুনা,সংগীত থেকে শুরু করে নিপা,পিলু,গৌরী তালিকাটা কিন্তু বেশ লম্বা।এই তালিকায় রয়েছেন ষ্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘অনুরাগের ছোঁয়া'(Anurager Chonwa)-র খলনায়িকা মিশকা (Mishka)।এই প্লট অনুযায়ী দেখা যাচ্ছে পেশায় ডাক্তার বিদেশ ফেরত মিশকার জীবনে একটাই লক্ষ্য। নায়ক সূর্য যে কিনা সিরিয়ালে বিবাহিত তাকে নিজের করে পেতে চায় মিশকা। তাই সারাক্ষন সে সিরিয়ালের নায়িকা দীপাকে (Deepa)বিপদে ফেলার চেষ্টায় থাকে।

দীপা,Deepa,অনুরাগের ছোঁয়া,Anurager chonwa,আহনা দত্ত,Ahana Dutta,মিশকা,Mishka

এককথায় বলতে গেলে সিরিয়ালে সূর্যর জন্য একেবারে পাগল মিশকা। তাই সূর্যকে পাওয়ার জন্য যা খুশি তাই করতে পারে মিশকা যার কোনো সীমা পরিসীমা নেই। তবে দর্শকদের অনেকেই হয়তো জানেন না সিরিয়ালের এই গা জ্বালানো  খলনায়িকা মিশকা অভিনেত্রী অহনা দত্ত (Ahana Duuta) আসলে একজন নৃত্যশিল্পী।

দীপা,Deepa,অনুরাগের ছোঁয়া,Anurager chonwa,আহনা দত্ত,Ahana Dutta,মিশকা,Mishka

জি বাংলার ডান্স বাংলা ডান্সের জনপ্রিয় প্রতিযোগি ছিলেন তিনি। নিজের মায়ের সাথে এই শোতে জুটি বেঁধেছিলেন তিনি। এই রিয়ালিটি শো থেকে অনেক আগেই ছিটকে গেলেও নিজের দমেই এখন ষ্টার জলসার মতো বাংলার প্রথমসারির বিনোদন মূলক চ্যানেলে এখন ভিলেনের চরিত্রে অভিনয় করছেন অহনা। অভিনয়ের শুরুতেই এমন একটা সুযোগ নিজেকে সৌভাগ্যবান মনে করেন অহনা।

দীপা,Deepa,অনুরাগের ছোঁয়া,Anurager chonwa,আহনা দত্ত,Ahana Dutta,মিশকা,Mishka

সাধারণত সিরিয়ালে যারা খলনায়িকার চরিত্রে অভিনয় করেন তাদের কপালে জোটে দর্শকদের ক্ষোভ । আসলে সেটাই হল দর্শকদের প্রশংসা। এখন দর্শকদের এমন প্রশংসা পেয়ে থাকেন মিশকা অভিনেত্রী নিজেও।তবে অল্প দিনেই এতো সাফল্য এলেও মাটিতেই পা রয়েছে মিশকা অভিনেত্রীর। অভিনেত্রীর কথায় ‘লোকে যাকে বড় বলে বড় হয় সেই জন’। তবে সবাই শুনলে অবাক হবেন সিরিয়ালে দীপার সাথে শত্রুতা থাকলেও বাস্তবে কিন্তু তারা একে অপরের খুব কাছের বন্ধু। আসলে শুদু দীপা নন উড়নি,

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥