• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তথাগত অতীত, লাল বেনারসি, মাথায় ওড়না দিয়ে ফের বিয়ের পিঁড়িতে দেবলীনা দত্ত!

Published on:

Debolina Dutta shares a picture as bride as she is preparing for her upcoming movie Marriage Anniversary

বাংলা বিনোদন দুনিয়ার (Tollywood) অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন দেবলীনা দত্ত (Debolina Dutta)। গত বছর অর্থাৎ ২০২২ সালে অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee) সঙ্গে বিচ্ছেদ হয় অভিনেত্রীর। টলিপাড়ার ‘পাওয়ার কাপল’ হিসেবে গণ্য করা হতো তাঁদের। তাই তথাগত-দেবলীনার সংসার ভাঙার কথা জানতে পারার পর মন খারাপ হয়ে গিয়েছিল অনেক অনুরাগীর।

তথাগত-দেবলীনার বিচ্ছেদের কারণ হিসেবে উঠে এসেছিল টলিপাড়ারই আর এক অভিনেত্রী বিবৃতি চট্টোপাধ্যায়ের নাম। অভিনেতার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বহুদিন জলঘোলা হয়েছিল। যদিও সেই বিষয়ে মুখ খোলেননি দু’জনের কেউই। তবে এসবের মাঝেই নববধূর (Bride) বেশে ছবি শেয়ার করে সকলকে চমকে দিলেন দেবলীনা।

Debolina Dutta

অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে গাড়ির মধ্যে বসে আছেন তিনি। পরনে রয়েছে লাল রঙের বেনারসি শাড়ি, মাথায় দেওয়া রয়েছে জরির কাজের ওড়না। দেবলীনার মাথায় রয়েছে টায়রা-টিকলি। সঙ্গে পরেছেন সোনার গয়না। সেই ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘পথে আছি’।

দেবলীনার এই ছবি দেখার পর থেকেই নেটপাড়ায় তাঁর দ্বিতীয় বিয়ের জল্পনা শুরু হয়েছে। একজন নেটিজেন যেমন কমেন্ট করেছেন, ‘সত্যি সত্যিই বিয়ে করছ নাকি দিদি?’ আর একজন আবার লিখেছেন, ‘তোমায় কী সুন্দর দেখতে দিদি। বউয়ের সাজে কী ভালো লাগছে। আমি আশা করি ভবিষ্যতে খুব ভালো একজন জীবনসঙ্গী পাবে’।

Debolina Dutta shares a picture as bride, Debolina Dutta, Debolina Dutta as bride

তবে জানিয়ে রাখি, দেবলীনা বধূবেশে ছবি শেয়ার করেছেন তাঁর রিল লাইফের বিয়ের জন্য। পারমিতা মুন্সির আগামী সিনেমা ‘ম্যারেজ অ্যানিভার্সারিতে’ মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেতা সুজন নীল মুখার্জি। অসমবয়সী দাম্পত্যের কাহিনী দেখানো হবে এই ছবিতে।

Marriage Anniversary movie

নিজের থেকে প্রায় ২৫ বছরের ছোট মেয়ে বিপাশার সঙ্গে সাত পাক ঘোরেন অরুণাভ। এরপর একসঙ্গে ২৪টা বছর সুখেই কাটিয়ে দেন তাঁরা। কিন্তু অরুণাভ-বিপাশার ২৫তম বিবাহবার্ষিকীতেই দেখা যায় অন্য কাহিনী। জানা গিয়েছে, পারমিতার ছবিতে গার্হস্থ্য হিংসার কাহিনীও দেখানো হবে। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়েছে দেবলীনা-সুজনের ফার্স্ট লুকের ছবি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥