• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তথাগতর সাথে বিচ্ছেদ হতে না হতেই আবার বিয়ের পিঁড়িতে দেবলীনা! স্বামী টলিউডের জনপ্রিয় মুখ

আট বছরের দাম্পত্য সম্পর্ক ভেঙে সম্প্রতি আলাদা হয়েছেন টলি অভিনেত্রী দেবলীনা দত্ত (Debolina Dutt) এবং অভিনেতা তথা পরিচালক তথাগত মুখোপাধ্যায় (tathagata Mukherjee)। গত কয়েক মাস ধরেই টলিপাড়ার অন্দরে কান পাতলে এই খবর শোনা যাচ্ছিল, তবে এখন আর কোনোওরকম রাখঢাক না রেখে নিজেরাই বিচ্ছেদ নিয়ে স্পষ্ট বক্তব্য জানিয়েছেন তারা। টলিপাড়ার অন্যতম জনপ্রিয় দম্পতি ছিলেন তারা। শুধু ভালোবেসে থাকা নয়, এক সাথে অনেক কাজ ও করতেন তারা। কিন্তু সেই সম্পর্কও টিকল না।

এখন কেবলমাত্র দরকারে দুজন দুজনের সাথে যোগাযোগ করেন তথাগত দেবলীনা। কখনও পোষ্যদের বিষয়ে, কখনও বা ব্যাঙ্কের অফিশিয়াল কাজ কর্মের সূত্রে। অর্থাৎ এখন তারা কেবলমাত্র বন্ধু। যদিও দেবলীনার সাথে বিচ্ছেদের কারণ হিসেবে অনেকেই দায়ী করছিলেন তথাগতর সাথে টলি পাড়ার উঠতি অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জির ঘনিষ্ঠ সম্পর্ককে। কিন্তু দুই তারকাই এই ভাবনাকে গুজব বলে উড়িয়েছেন।

   

দেবলীনা দত্ত,তথাগত মুখার্জি,টলিউড,Tathagata Mukherjee,debolina Dutt,tollywood

গত কয়েকদিন আগে তথাগতর সাথে বিচ্ছেদের পর দেবলীনা সাফ জানিয়েছিলেন আর কোনোও সম্পর্ক নয় এবার তিনি সম্পূর্ণ ফোকাস করবেন কেরিয়ারে, আর সময় দেবেন তার মা এবং পোষ্যদের৷ কিন্তু ১৪ ই ফেব্রুয়ারী অর্থাৎ ভ্যালেন্টাইন্স ডে’র দিনেই ভাইরাল দেবলীনা কনে বেশের ছবি।

দেবলীনা দত্ত,তথাগত মুখার্জি,টলিউড,Tathagata Mukherjee,debolina Dutt,tollywood

সিঁদূর রাঙা মুখ, পরনে লাল বেনারসি, ফুলের সাজ, সোনার গয়না। হইচই পড়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায় যে বিচ্ছেদ হতে না হতেই কীভাবে আরেকটি বিয়ে করছেন তিনি। এই প্রসঙ্গে খোলসা করে বলে দেওয়া দরকার যে দেবলীনার একটি নতুন ধারাবাহক নিয়ে আসছেন। কালার্স বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘ত্রিশূল: তিন শক্তির আধার’-এ অভিনয় করছেন তিনি। তার বিপরীতে দেখা যাবে অভিনেতা মনোজ ওঝাকে (Manoj Ojha)। বিয়ের পর্বের শ্যুটিং সারতেই কিন্তু ওমন বধূবেশে সেজেছেন দেবলীনা। এদিন সেই ছবিগুলিই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ছবি দিয়ে দেবলীনা বুঝিয়ে দিয়েছেন তিনি বেশ ভালোই আছেন নিজেকে ভালোবেসে৷