টলি পাড়ায় একের পর বিয়ের খবরের পাশাপাশি মাঝে মধ্যেই শোনা যায় বিচ্ছেদের গুঞ্জন। কিছুদিন আগেই শোনা গিয়েছিল বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় সেলিব্রেটি জুটি তথা অভিনেত্রী দেবলীনা দত্ত (Debolina Dutt) এবং অভিনেতা তথা পরিচালক তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) দীর্ঘ আট বছরের দাম্পত্য জীবন থেকে বেরিয়ে আলাদা থাকতে শুরু করেছেন।
প্রথমে তথাগত বা দেবলীনা কেউই তাদের সম্পর্ক ভাঙার কথা সরাসরি জানাননি। তবে পরে দেবলীনা প্রকাশ্যে বিচ্ছেদের কথা ঘোষণা করেন। অন্যদিকে তথাগতও ঠারেঠোরে অনেক রকম ভাবে পোস্ট দিয়ে বুঝিয়ে দেন যে তিনি দেবলীনাকে একদমই সহ্য করতে পারছেন না। সেসময় দেবলীনার সাথে বিচ্ছেদের কারণ হিসেবে অনেকেই দায়ী করছিলেন তথাগতর সাথে টলি পাড়ার উঠতি অভিনেত্রী বিবৃতি চ্যাটার্জির ঘনিষ্ঠ সম্পর্ককে। কিন্তু দুই তারকাই এই ভাবনাকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন।
কোনোওরকম রাখঢাক না করে তথাগত দেবলীনা ইতিমধ্যে নিজেরাই বিচ্ছেদ নিয়ে স্পষ্ট জানিয়েছিলেন শুধু ভালোবেসে থাকা নয়, এক সাথে অনেক কাজ ও করতেন তারা। কিন্তু সেই সম্পর্ক এখন অতীত। এখন কেবলমাত্র দরকারে দুজন দুজনের সাথে যোগাযোগ করেন তথাগত দেবলীনা। কখনও পোষ্যদের বিষয়ে, কখনও বা ব্যাঙ্কের অফিশিয়াল কাজ কর্মের সূত্রে। অর্থাৎ এখন তারা কেবলমাত্র বন্ধু।
এরইমধ্যে গতকাল অর্থাৎ বুধবার প্রকাশ্যে আসে একটি নতুন ছবি। যা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেখানে তথাগতর পাশেই নববধূর সাজে ধরা দেন দেবলীনা। এদিন অভিনেত্রীর পরনে ছিল লাল নীল লেহেঙ্গা। সেইসাথে তার সিঁথিতে জ্বলজ্বল করছিল সিঁদুর। অন্যদিকে ধুতি পাঞ্জাবি পরে একেবারে বাঙালি বেশে ধরা দিয়েছিলেন তথাগত।
আসলে সম্প্রতি একটি পোশাক বিপণীর হয়ে প্রচারে একসঙ্গে ধরা দিয়েছিলেন তথাগত আর দেবলীনা। এদিন তাদের দুজনকেই দেখা গেল রিসেপশনের সাজে। বিয়ের এই সাজে তথাগত এবং দেবলীনার দু’জনেরই দু’জনকে দুজন বেশ পছন্দ হয়েছে। তাই এদিন তথাগতর সাজ প্রসঙ্গে দেবলীনা বলেন, “তথাগতকে বেশ মানিয়েছে।” অন্যদিকে তথাগতও বললেন, “খুব সুন্দর লাগছে দেবলীনাকে।” এদিন পাশাপাশি দাঁড়িয়ে একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে ছবি তুললেও বিচ্ছেদ প্রসঙ্গ এড়িয়ে যান সযত্নে।