বাঙালি অভিনেত্রী দেবলীনা কুমার (Deblina Kumar)। কিছুদিন আগেই সাত পাকে বাঁধা পড়েছেন উত্তম কুমারের (Uttam kumar) নাতি গৌরব চ্যাটার্জি (Gourab Chatterjee) এবং দেবলীনা কুমার (Devlina kumar)। গত বছরের ৯ই ডিসেম্বর বিবাহ সেরেছেন গৌরব-দেবলীনা। তাদের বিয়ে থেকে রিসেপশন, সঙ্গীত থেকে মেহেন্দি সব কিছুই নজর কেড়েছে নেটিজেনদের। প্রথমে সনাতনী হিন্দু মত, ও তারপর ইসলামিক মত এবং সর্বশেষে খ্রিষ্টীয় ক্যাথলিক মতে দেবলীনার সঙ্গে গাঁটছড়া বাঁধেন উত্তম কুমারের নাতি গৌরব চ্যাটার্জি।
অভিনেত্রী দেবলীনা কুমার বরাবরই একটু ‘টমবয়’ গোছের। বিয়ের আগে হাত ভর্তি মেহেন্দি নিয়েও জিমে গিয়ে ডাম্বেল তুলতে দেখা গিয়েছিল বাংলার রঙ্গবতী দেবলীনা কুমারকে। এমনকী বিয়ের দিনেও নিজেই গাড়ি চালিয়ে বিয়ে করতে গিয়েছেন তিনি। নেটপাড়ায় সেই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছিল।
সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় দেবলীনা। প্রায়শই নিজের ছবি থেকে শুরু করে ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। আর সোশ্যাল মিডিয়াতে অনুগামীর সংখ্যাও নেহাত কম নয় দেবলীনার তাই শেয়ার হওয়া মাত্রই ছবি ও ভিডিও নিমেষেই ভাইরাল হয়ে পরে নেটপাড়ায়। ইতিমধ্যেই গত হয়েছে ২০২০। আর ২০২০কে বিদায় জানিয়ে নতুন বছর ২০২১ এর জন্য শুভেচ্ছা জানাচ্ছেন অনেক টেলিভিশন তারকারা। এবার অভিনেত্রীও নতুন বছরের শুভেচ্ছা জানালেন ভক্তদের।
সম্প্রতি,দেবলীনা সোশ্যাল মিডিয়াতে একটি ছবি শেয়ার করেছেন। আর সেই ছবির ক্যাপশনে অনুগামীদের ‘২০২১ এর শুভেচ্ছা জানিয়েছেন’। ছবিতে খানিক বোল্ড লুকেই হাজির হয়েছেন দেবলীনা। শীতের সন্ধ্যায় ব্ল্যাক কালারের জ্যাকেট আর প্যান্ট রয়েছে পরনে তবে বুকের কাছে খোলা রয়েছে জ্যাকেট। আর পাতলা ইনারের মধ্যে দিয়ে স্পষ্ট তার অন্তর্বাস। সাথে আবেদনশীল দৃষ্টিতে তাকিয়ে আছেন দেবলীনা। স্বাভাবিকভাবেই ছবি শেয়ার হতেই নেটপাড়ায় চড়েছে উষ্ণতার পারদ। আর অভিনেত্রীর এই ছবি হয়ে নিমেষেই ভাইরাল হয়ে পড়েছে।
View this post on Instagram