আপামর বাঙালির কাছে আজও আবেগের নাম মহানায়ক উত্তমকুমার (Uttam Kumar)। ওমন দাপট, ওমন ব্যক্তিত্ব আর দ্বিতীয় বার তৈরি হয়নি। আজও তার নাম শুনলেই নস্টালজিক হয়ে পড়েন বাঙালি। তার জীবনচর্চা, স্টাইল, পোশাক, ব্যক্তিত্ব সবই আজও আগ্রহের কারণ। এদিকে উত্তম কুমারের উত্তরসূরী তথা মহানায়কের নাতি গৌরব চ্যাটার্জির সঙ্গে বিয়ের পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন দেবলীনা কুমার (Devlina Kumar)।
টলিউডের অভিনেত্রী হওয়ার পাশাপাশি দেবলীনা কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশীষ কুমার (Deblina Kumar) এর সুযোগ্য কন্যা। খুব কম সময়ের মধ্যেই তিনি টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হয়ে উঠেছেন। বাংলা চলচ্চিত্র জগতের অভিনেত্রীদের মাঝে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন দেবলীনা কুমার। অভিনয়ের পাশাপাশি তিনি নাচেও বেশ দক্ষ। সব মিলিয়ে যেন রূপে লক্ষী ও গুনে সরস্বতী।
এদিকে উত্তম কুমারের নাতি গৌরব চ্যাটার্জিও টেলিপাড়ার জনপ্রিয় মুখ। দুজনের রাজকীয় বিয়ের ছবি গত কয়েক মাস ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। উত্তম কুমারের বাড়ির বউ দেবলীনা মোটেই ছিমছাম, শান্ত স্বভাবের নয়। বরং তিনি বেশ ছটফটে, মাঝে মধ্যেই নানান রকম ছবি ভিডিও পোস্ট করে থাকেন তিনি। বলতে গেলে বেশ খানিকটা টমবয় গোছের দেবলীনা।
সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় দেবলীনা। নিজের ছবি থেকে শুরু করে ভিডিও প্রায়শই শেয়ার করে নেন অনুগামীদের সাথে। কিছুদিন আগেই ব্যাকলেস ব্লাউজে একটি নাচের ভিডিও পোস্ট করেছিলেন দেবলীনা। সেই ভিডিওর জেরে সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাকে।
View this post on Instagram
এবার ছুটির দিনে ফের একটি ভিডিও পোস্ট করেছেন দেবলীনা। সপ্তাহান্তে ছুটি উপভোগ করতে সমুদ্রের পারে হাজির হয়েছেন তিনি। হট প্যান্ট আর হালকা পোশাক পরে সমুদ্রতটে চুল উড়িয়ে শুরু করেছেন অভিনেত্রী। নিজের এই নাচের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছেন দেবলীনা। আর শেয়ার হবার পর থেকেই ভাইরাল হয়ে পড়েছে ভিডিওটি। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভিডিওটি কয়েক যাহার ভিউ হয়ে গিয়েছে।
View this post on Instagram