বাঙালি অভিনেত্রী দেবলীনা কুমার (Deblina Kumar)। কিছুদিন আগেই সাত পাকে বাঁধা পড়েছেন উত্তম কুমারের (Uttam kumar) নাতি গৌরব চ্যাটার্জি (Gourab Chatterjee) এবং দেবলীনা কুমার (Devlina kumar)। গত বছরের ৯ই ডিসেম্বর বিবাহ সেরেছেন গৌরব-দেবলীনা। তাদের বিয়ে থেকে রিসেপশন, সঙ্গীত থেকে মেহেন্দি সব কিছুই নজর কেড়েছে নেটিজেনদের। প্রথমে সনাতনী হিন্দু মত, ও তারপর ইসলামিক মত এবং সর্বশেষে খ্রিষ্টীয় ক্যাথলিক মতে দেবলীনার বিবাহ সেরেছেন গৌরব চ্যাটার্জি।
অভিনেত্রী দেবলীনা কুমার বরাবরই একটু ‘টমবয়’ গোছের। বিয়ের আগে হাত ভর্তি মেহেন্দি নিয়েও জিমে গিয়ে ডাম্বেল তুলতে দেখা গিয়েছিল বাংলার রঙ্গবতী দেবলীনা কুমারকে। এমনকী বিয়ের দিনেও নিজেই গাড়ি চালিয়ে বিয়ে করতে গিয়েছেন তিনি। নেটপাড়ায় সেই ভিডিও ব্যাপক ভাইরাল হয়েছিল।
সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় দেবলীনা। প্রায়শই নিজের ছবি থেকে শুরু করে ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়াতে। আর সোশ্যাল মিডিয়াতে অনুগামীর সংখ্যাও নেহাত কম নয় দেবলীনার তাই শেয়ার হওয়া মাত্রই ছবি ও ভিডিও নিমেষেই ভাইরাল হয়ে পরে নেটপাড়ায়। সম্প্রতি অভিনেত্রী নিজের একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে। ছবিতে সাত সকালে বোল্ড অবতারে হাজির হয়েছেন দেবলীনা। গায়ের জ্যাকেট খুলে শর্ট টপ আর ক্রপড জিন্সের হট প্যান্ট পরেই শেয়ার করেছেন ছবি।
বোল্ড অবতারের ছবি শেয়ার করে দেবলীনা ক্যাপশনে লিখেছেন, ‘যদিও শীতকালের খুব একটা ফ্যান নই, তবে শীতে জ্যাকেট নিয়ে পোজ দিতেই পারি’। ছবি শেয়ার করা মাত্রই তাতে ফায়ার ইমোজি দিয়ে কমেন্ট করেছেন গৌরব চ্যাটার্জী। আর দেবলীনার এই বোল্ড ছবি এখন ভাইরাল নেটপাড়ায়।