• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কপালে বিয়ে টেকেনি কোনোকালেই! তথাগতর আগেও বউ সেজে লগ্নভ্রষ্টা হয়েছিলেন দেবলীনা

debleena dutta,tathagata mukherjee,wedding,marriage,দেবলীনা দত্ত,তথাগত মুখার্জি,বিবাহ,Deblina Dutt was disillusioned

দূর থেকে যেমন সমস্ত ঘাসই সবুজ লাগে, ঠিক তেমনই গ্ল্যামার ওয়ার্ল্ডকেও দূর থেকে দেখতে বেশ ঝাঁচকচকে লাগলেও এর ভিতরে রয়েছে একরাশ অন্ধকার। যা বাইরে থেকে প্রথমে আঁচ পাওয়া না গেলেও, একটা সময় পর দাঁত নখ বেরিয়ে আসে। ঠিক যেমন টলিপাড়ার প্রাক্তন জনপ্রিয় জুটি তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee) এবং দেবলীনা দত্ত (Debleena Dutta) এর প্রেম দেখে সকলেই মনে করতেন তাদের মতো সুখী বুঝি আর কেউ নেই৷ কিন্তু গতবছরের শেষেই তাদের সুখের সংসার ভেঙে ছারখার হয়ে যায়।

এরপর আট বছরের দাম্পত্য সম্পর্ক ভেঙে সম্প্রতি আলাদা হয়েছেন টলি অভিনেত্রী দেবলীনা দত্ত (Debolina Dutt) এবং অভিনেতা তথা পরিচালক তথাগত মুখোপাধ্যায় (tathagata Mukherjee)। টলিপাড়ার অন্যতম জনপ্রিয় দম্পতি ছিলেন তারা। শুধু ভালোবেসে থাকা নয়, এক সাথে অনেক কাজ ও করতেন তারা। কিন্তু সেই সম্পর্কও টেকেনি।

debleena dutta,tathagata mukherjee,wedding,marriage,দেবলীনা দত্ত,তথাগত মুখার্জি,বিবাহ,Deblina Dutt was disillusioned

এবার জানা গেল, দেবলীনার জীবনে বিয়েটা খানিক অভিশাপের মতোই। ২০১২ সালে তথাগতর সাথে সাতপাকে বাঁধা পড়েছিলেন দেবলীনা দত্ত। এরপর ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়৷ কিন্তু এর চেয়েও বড় ধাক্কা এর আগে খেয়েছিলেন দেবলীনা। একথা হয়ত খুব কম লোকেই জানে।

debleena dutta,tathagata mukherjee,wedding,marriage,দেবলীনা দত্ত,তথাগত মুখার্জি,বিবাহ,Deblina Dutt was disillusioned

তথাগতর সাথে সম্পর্কের আগেও দেবলীনা একটি সম্পর্কে ছিলেন৷ দুর্দান্ত প্রেম ছিল তাদের। এমনকি এই সম্পর্ক বিয়ে পর্যন্তও গড়িয়েছিল। বিয়ের দিন বউ সেজে তৈরি ছিলেন দেবলীনা, কিন্তু শেষমেশ বর আসেনি। লগ্ন পেরিয়ে রাত গড়িয়ে যায় তবুও দেবলীনাকে বিয়ে করতে আসেনি তার প্রেমিক।

debleena dutta,tathagata mukherjee,wedding,marriage,দেবলীনা দত্ত,তথাগত মুখার্জি,বিবাহ,Deblina Dutt was disillusioned

বিয়ের আগের দিন অবধিও কথা হয়েছিল সেই ব্যক্তির সাথে, সে বলেছিল বাসররাতে মজা হবে। সেই মতো দেবলীনাও নিজের আত্মীয়স্বজন ভাইবোনেদের থাকতে বলেছিলেন। কিন্তু বিয়ের দিন সকাল থেকেই ওই ব্যক্তির ফোন অফ হয়ে যায়৷ পরেরদিন জানা যায় তাঁর নাকি হার্ট অ্যাটাক হয়েছে। কিন্তু পরে সমস্ত সত্যি জানতে পারেন দেবলীনা, তিনি বুঝতে পারেন সবটাই ছিল সাজানো ঘটনা। একটি রিয়েলিটি শো-এর মঞ্চে এসে এই ঘটনা জানিয়েছিলেন দেবলীনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥