ইদানিং সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কাছে টলিউডের (Tollywood) অন্যতম চর্চিত অভিনেত্রী হয়ে উঠেছেন দেবলীনা দত্ত (Debleena Dutt)। বিশেষ করে তাঁর সাথে অভিনেতা তথাগত মুখোপাধ্যায়ের (Tathagata Mukherjee) দাম্পত্য জীবনের চীড় ধরার পর থেকেই ইতিমধ্যেই বেশ কয়েকবার শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী। মাঝে মধ্যে বিয়েকে কেন্দ্র করেই অভিনেত্রীকে নিয়ে চর্চা চলছে দেদার।
এরইমধ্যে হোলিতেই আচমকা অর্ধেক বধূবেশে নিজের বিয়ের ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন অভিনেত্রী। তবে এদিন কোনো মানুষ নয় নিজের প্রিয় চারপেয়ে পোষ্য রেক্সির সাথে বিয়ে করার ছবি দিয়েছিলেন অভিনেত্রী। যা দেখে নেটিজেনদের অনেকেই বলাবলি করছেন মনের দুঃখে এবার নিজের পোষ্যর সাথেই বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী।
এদিন দেবলীনার শেয়ার করা ছবি দেখে সবারই চোখ আটকেছে তাঁর কপালে আঁকা অপূর্ব সুন্দর কলকার দিকে তাকিয়ে। ঘরোয়া পোশাকে কলকা আঁকা কপালে নজর কেড়েছে লাল টিপ। এমন সাজেই খোলা চুলে প্রিয় পোষ্যের সাথে আদরে মাখামাখি ছবি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী নিজেই লিখেছেন ‘রেক্সিকে বিয়ে করলাম’।
তবে এমনটা মোটেই সত্যি নয়। অভিনেত্রীর এই লুক আসলে তাঁর আসন্ন সিনেমা ‘ম্যারেজ অ্যানিভার্সারি’র শুটিংয়ের। সেই সাজের অর্ধেক লুকেই ক্যামেরার সামনে এসে এদিন মজার চলে এমন পোস্ট করেছিলেন অভিনেত্রী।
যদিও দোলের দিন চারপেয়ে পোষ্যদের কথা ভেবে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তাও দিতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। ওই একই পোস্টে আমি জনতার উদ্যেশ্যে অভিনেত্রী লিখেছেন ‘হোলি খেল, শুধু ওদের গায়ে রং দিও না’।
এছাড়া পরে নিজের রং খেলার ছবিও ভাগ করে নিতে দেখা যায় অভিনেত্রীকে। সেই ছবিতে দেখা গিয়েছে দেবলীনা পরেছেন লাল প্যান্ট আর হলুদ টিশার্ট। আর মাথায় পরেছেন রঙিন চুল। সেইসাথে হাতে ধরে রেখেছেন হরেক রকম রঙ দিয়ে সাজানো প্লেট। ক্যাপশনে মজা করেই অভিনেত্রী লিখিছিলেন ‘ওয়ার্ক হল ওয়ার্কশপ ব্যাস’।