বাঙালির বিনোদনের সাথে যুগের পর যুগ ধরে একাত্ম্য হয়ে রয়েছে উত্তম কুমার (Uttam Kumar), সুচিত্রা সেন (Suchitra Sen), সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) এর মত নামগুলো। তবে বাংলা ছবির স্বর্ণযুগের এমন একাধিক শিল্পী রয়েছেন যারা আজ একপ্রকার অন্ধকারে রয়ে গিয়েছেন। নায়ক নায়িকাদের ভিড়ে শিশুশিল্পীরাও আজ বেশ নাম করছে ইন্ডাস্ট্রিতে। তেমনি উত্তম, সাবিত্রীর সাথে কাজ করা এক শিশুশিল্পীর কাহিনী আজ জীবনের বাস্তব সত্যিটাকে তুলে ধরল সকলের সামনে।
টলিউডের অভিনেত্রী দেবলীনা দত্ত (Debleena Dutta), সম্প্রতি তিনিই এক হারিয়ে হাওয়া শিল্পীর খোঁজ দিলেন সোশ্যাল মিডিয়াতে। হ্যাঁ ঠিকই ধরেছেন যাঁর কথা বলছি তিনিই উত্তম, সাবিত্রীর সাথে কাজ করেছেন শিশুশিল্পী হিসাবে। কিন্তু অভিনেতা হিসাবে তিনি সফল হতে পারেননি। ইন্ডাস্ট্রিতে কাজের আশায় বসে থেকেও লাভ হয়নি তাই শেষমেশ নিজেই উপার্জনের পথ বেছে নিয়েছেন।
একসময়ের শিশুশিল্পী আজ সবজি বিক্রেতা হওয়ার কথা ভেবেছেন। জীবনে হার না মেনে এভাবে সংগ্রাম চালিয়ে যাওয়া ও মাথা নত না করার এই মানসিকতা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। অভিনেত্রী তাঁর সাথেই একটি ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু কথা লিখেছেন।
ওনার সাথে একটি ছবি শেয়ার করে দেবলীনা লিখেছেন, ‘ আজ শুটিংয়ের জন্য বেরোনোর সময় এই ভদ্রলোক (অভিনেতা তথা সংগীত পরিচালক) এসেছিলেন আমার সাথে সাক্ষাতের জন্য। একসময় উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায়ের মত তারকাদের প্রিয় পাত্র ছিলেন, ইন্ডাস্ট্রিতে বহুবছর কাজ করেছেন শিশুশিল্পী হিসেবে। আমার বন্ধু তথা লেখক পদ্মনাভ দাসগুপ্ত ওনার কাজের জন্য অনেক চেষ্টা পরেও শেষমেশ বেশ খানিকটা টাকা জোগাড় করে দিয়েছিল ওনাকে’।
এরপর আরও লেখেন, ‘উনি গর্বের সাথেই জানালেন, দুটো হাত থাকতে চিন্তা কিসের। যিনি এখন থেকেই সবজি বিক্রেতা হয়ে উঠবেন। মুহূর্তে কত কি যে শিখে ফেললাম এনার থেকে বোঝানো কঠিন। এনার একটি কথায় আজ যেভাবে সমৃদ্ধ হলাম তাতে আজ থেকে এখানে শিল্পী হিসেবে আমার গুরু মানলাম কুর্নিশ দাদা আপনাকে’।
শেষে দেবলীনা লেখেন, ‘নানা দাদা কোনো পরিচালক, প্রযোজক, অভিনেতা কোনোটাই নন। এমনকি বিখ্যাতও নন, তবুও বলছি আপনার কাছ থেকে পাওয়া এই শিক্ষা আমার অর্থোপার্জনের ক্ষেত্রে পাথেয় হয়ে থাকবে।তবে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে নয়, ওই ব্যাপারটা আমি নিজেই সিদ্ধান্ত নিই। আর লিখলাম যখন তখন বলে রাখা ভালো আগামী ১১ই অগাস্ট ‘ভটভটি’ রিলিজ করছে। ওটাতে আমি অভিনয় করেছি।