• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বছর ঘোরার আগেই দ্বিতীয়বার মা হলেন দেবিনা! গোপনীয়তা বজায় রাখতে চেয়ে সুখবর ভাগ করে নিলেন গুরমিত

Published on:

Debina Banerjee and Gurmeet Chowdhury welcome their second baby girl

একের পর এক বিয়ের পর এবার বলিউড ইন্ডাস্ট্রিতে হিড়িক পড়েছে মা হওয়ার। কিছুদিন আগেই সদ্য মা হয়েছেন কাপুর পরিবারের পুত্রবধূ আলিয়া ভাট। সদ্য অভিনেত্রীর কোল আলো করে এসেছে তাদের একরত্তি  কন্যা সন্তান। এরই মধ্যে আজই সুখবর দিলেন টেলি অভিনেতা গুরমিত চৌধুরী (Gurmeet Chowdhury) এবং অভিনেত্রী দেবিনা ব্যানার্জী (Debina Banerjee)।

সাত মাসের ব্যবধানে ফের একবার মা হলেন অভিনেত্রী। এবারও তাদের কোল আলো করে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান। প্রসঙ্গত চলতি বছরেরএপ্রিল মাসের ৩ তারিখ গুরমিত দেবিনার ঘরে এসেছিল তাদের প্রথম কন্যা সন্তান লিয়ানা। বছর ঘুরতে না ঘুরতেই মাত্র চার মাসের মাথায় গত আগস্ট মাসে ফের একবার সুখবর দিয়েছিলেন অভিনেত্রী। এক বছরের মধ্যেই অভিনেত্রী দুবার মা হওয়ার খবর শুনে বেশ অবাক  হয়েছিলেন নেটিজেনরা।

Gurmeet Choudhary and Debina Bonnerjee with their daughter

উল্লেখ্য প্রথম সন্তান জন্মের সময় বেশ কিছু শারীরিক সমস্যা হয়েছিল, তাই অনেকেই বলেছিলেন দ্বিতীয়বার সন্তান নেওয়ার আগে আরো একটু বেশি ভাবা উচিত ছিল দেবিনার। ট্রোল করে কেউ আবার লিখেছিলেন ‘কপিল শর্মাকেও  হারিয়ে দিলেন গুরমিত দেবিনা, এক বছরেই দুবার! অনেকেই প্রশ্ন তুলেছিলেন ‘এটা কি ঠিক হচ্ছে! অনেকের দাবি ছিল সদ্য মা হওয়ার পর,দেবিনার উচিত লিয়ানাকে সময় দেওয়া’।

গুরমিত চৌধুরী,Gurmeet Chowdhury,দেবিনা ব্যানার্জী,Debina Banerjee,শিশু কন্যা,Baby Girl,সদ্যজাত,New Born

এত সমালোচনার মুখে পড়ে চুপ থাকেনি অভিনেত্রী নিজেও। সপাট জবাব দিয়ে দেবিনা লিখেছিলেন ‘যাদের যমজ সন্তান হয় তারা কি করেন? আমি কি নিজের সন্তানকে নষ্ট করে দেবো? আপনারা কি চান?’
শুক্রবার দ্বিতীয় সন্তান আসার খবর জানিয়ে একটি ম্যাটারনিটি ফটো শুটের ছবি শেয়ার করেছেন গুরমিত।


সেই ছবিতে দেখাযাচ্ছে  দেবিনার কপালে আলতো চুমু খাচ্ছেন গুরমিত। সাদাকালো সেই ছবিতে একগুচ্ছ গোলাপি বেলুন ধরে রেখেছেন দেবিনা। আর সেই ছবিতে গোলাপি অক্ষরে লেখা রয়েছে ‘ইটস এ গার্ল’। দেবিনাকে ট্যাগ করে এদিন গুরমিত লিখেছিলেন ‘আমাদের ছোট্ট মেয়েকে পৃথিবীতে স্বাগত জানাচ্ছি।আবার বাবা মা হতে পেরে আমরা খুবই খুশি। কিন্তু এবার গোপনীয়তা বজায় রাখতে কিছুটা ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি। কারণ আমাদের সন্তান নির্ধারিত সময়ের আগেই ভূমিষ্ঠ হয়েছে। সবাই প্রার্থনা করুন আর আগের মতই ভালোবাসায় ভরিয়ে দিন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥