• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

খলনায়িকা থেকে নায়িকা! জি বাংলার এই নতুন সিরিয়ালে প্রধান চরিত্রে ‘দেবীনা’ কুয়াশা

Published on:

Debina actress Kuyasha Biswas comeback as heroine in a new serial

সিনেমা হোক কিংবা সিরিয়াল সব ক্ষেত্রেই এখন প্রধান নায়ক-নায়িকাদের মতোই গুরুত্ব পেয়ে থাকেন খলনায়িকা কিংবা পার্শ্বচরিত্রের অভিনেতা অভিনেত্রীরা। বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে এমনই একজন জনপ্রিয় খলনায়িকা হলেন দেবিনা (Debina) চরিত্রের অভিনেত্রী কুয়াশা বিশ্বাস (Kuyasha Biswas)।স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘যায় তবে সহচরী’ তে অভিনয় করেই দর্শকদের গায়ে রীতিমতো জ্বালা ধরিয়ে দিয়েছিলেন এই অভিনেত্রী।

এই সিরিয়ালে খলনায়িকার চরিত্রে দেবিনার তুখোড় অভিনয় থেকে সংলাপ নিয়ে একসময় কম আলোচনা হয়নি সোশ্যাল মিডিয়ায়। তাই ইতিপূর্বে আরও একাধিক চরিত্রে অভিনয় করলেও এই দেবিনা চরিত্রটিই কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় কুয়াশার। প্রসঙ্গত এই সিরিয়ালটি শেষ হওয়ার পরেও স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘বাংলা মিডিয়ামে’ অল্প কিছুদিনের জন্য একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন কুয়াশা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,খলনায়িকা,Villain,দেবিনা,Debina,কুয়াশা বিশ্বাস,Kuyasha Biswas,নায়িকা,Heroine,নতুন সিরিয়াল,Notun Serial,জি বাংলা,Zee Bangla,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha

এই মুহূর্তে কুয়াশা অভিনয় করছেন কালার্স বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘রামকৃষ্ণ’ তে। তবে এবার আর পার্শ্ব চরিত্র নয় ছোটপর্দার জনপ্রিয় এই খলনায়িকা দেবিনা এবার ধরা দিতে চলেছেন নায়িকা হয়ে। খুব তাড়াতাড়ি জি বাংলার পর্দায় আসছে অভিনেত্রীর নতুন সিরিয়াল ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha)।

জনপ্রিয় অভিনেত্রী মানালি দে’র এই কামব্যাক সিরিয়ালেই নায়িকা হতে চলেছেন কুয়াশা। প্রসঙ্গত মানালি এবং কুয়াশা ছাড়াও তারকাখচিত এই সিরিয়ালে থাকছেন আরও টি জন অভিনেত্রী। মনে করা হচ্ছে কেরিয়ারে এই প্রথম প্রধান চরিত্রে অভিনয় করতে চলেছেন কুয়াশা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,খলনায়িকা,Villain,দেবিনা,Debina,কুয়াশা বিশ্বাস,Kuyasha Biswas,নায়িকা,Heroine,নতুন সিরিয়াল,Notun Serial,জি বাংলা,Zee Bangla,কার কাছে কই মনের কথা,Kar Kache Koi Moner Kotha

অনুরাগীদের মতো অভিনেত্রী নিজেও তাঁর আসন্ন এই প্রজেক্ট নিয়ে দারুন উচ্ছাসিত। তাই এমন সুন্দর একটা চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে জি বাংলাকে ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় আসন্ন এই সিরিয়ালের প্রমো শেয়ার করেছেন অভিনেত্রী।


সেইসাথে ক্যাপশনে কুয়াশা লিখেছেন ‘আজকালকার দিনে মনের গহীন কথা বলার সুরক্ষিত ঠিকানা তো খুবই কম পাওয়া যায় , কিন্ত আমি পেয়ে গেছি, ঠিক এমনটাই থাকুক বন্ধুত্ব। একে অপররের হাত ধরে এগিয়ে চলা ও একটু push করে এগিয়ে দেয়া, মনের কথা বলার এমন আশ্রয়ই আমাদের এই নতুন শো ‘কার কাছে কই মনের কথা’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥