সময়ের সাথে দর্শকদের সিনেমার রুচি পাল্টেছে অনেকটাই। কমার্শিয়াল ছবির বদলে দেশের ঐতিহাসিক কাহিনী ও নিজ সংস্কৃতি মন কেড়েছে আম জনতার। উদাহরণ স্বরূপ সাউথ ইন্ডাস্ট্রির RRR, কানতারা ছবির কথাই বলা যেতে পারে। এমনকি বাংলার সাহিত্য থেকে ‘আনন্দমঠ’ উপন্যাস নিয়েও ছবি তৈরী করছে দক্ষিণী ইন্ডাস্ট্রি। এবার সেই থেকেই শিক্ষা নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের (Bankimachandra Chattopaadhyaay) উপন্যাস থেকে ছবি তৈরী করতে চলেছে টলিউড।
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের উপন্যাস ‘দেবী চৌধুরানী’ (Debi Choudhurani) নিয়ে সিনেমা বানাতে চলেছেন বাঙালি পরিচালক শুভজিৎ মিত্র। ঐতিহাসিক এই কাহিনী অবলম্বনে তৈরী হবে গোটা সিনেমা। যেখানে পর্দায় দেখা যাবে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মত আইকনিক চরিত্রদের। ইতিমধ্যেই ছবির জন্য কাস্টিংও ঠিক হয়ে গিয়েছে।
যেমনটা জানা যাচ্ছে, ভবানী পাঠকের চরিত্রে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit Chatterjee)। অন্যদিকে দেবী চৌধুরানীর ভূমিকায় থাকবেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। আসলে ঐতিহাসিক এই ছবির জন্য কাস্টিংয়ের ক্ষেত্রে বিশেষ নজর দিতে হয়েছে। চেহারার মিল থেকে অভিনয়ের দক্ষতা সব মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই ‘দেবী চৌধুরানী’ এ কাজের কথা স্বীকার করেছেন প্রসেনজিৎ। তাঁর মতে, স্ক্রিপ্ট পড়েছি, ভালো মানের একটি ছবি হতে চলেছে। তবে চুক্তিপত্র সাইন করা এখনও বাকি, শীঘ্রই সেটা হয়ে যাবে। তাছাড়া শ্রাবন্তীও এই মুহূর্তের কলকাতার বাইরে রয়েছেন। কলকাতায় ফিরলেই চূড়ান্ত হবে কথাবার্তা। তারপরই হয়তো শুটিংয়ের কাজ শুরু হবে।
তবে এখানেই শেষ নয়, জানা যাচ্ছে ছবিটি টলিউডের সবচাইতে বিগ বাজেটের ছবি হতে চলেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির আর্কাইভ থেকে শুরু করে সমকালীন উপকথার সাহায্যে চিত্রনাট্য তৈরী করা হবে। বাংলা তো বটেই বলিউড থেকেও অভিনেতাদের আনা হবে। এছাড়াও দক্ষিণী রীতি মেনে শুধু বাংলায় নয় বরং আরও একাধিক ভাষায় রিলিজ করা হবে ছবিটি। এমনকি ভারতবর্ষের বাইরেও দেখানো হতে পারে ‘দেবী চৌধুরানী’।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘কাবেরীর অন্তর্ধান’ যেখানে প্রসেনজিৎ-শ্রাবন্তী জুটি বেশ প্রশংসিত হয়েছে। অতীতেও ‘গয়নার বাক্স’ ছবিতে দুর্দান্ত অভিনয় করেছিলেন শ্রাবন্তী। তাই নতুন গল্পে দুজনের যুগলবন্দী ভালোই হবে বলে আশা পরিচালকের।