ছোটপর্দার জনপ্রিয় নায়িকারা এবার একে একে নাম লেখাচ্ছেন বড় পর্দায়। যমুনা ঢাকি অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুর পর এই তালিকায় যোগ হচ্ছে আরো এক জনপ্রিয় অভিনেত্রীর নাম। তিনি হলেন ‘সাহেবের চিঠি’ খ্যাত চিঠি অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singharoy)। আগামী দিনে খুব তাড়াতাড়ি টলিউড সুপার স্টার জিতের সিনেমায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।
জিৎ এবং রুক্মিণী মিত্র অভিনীত আসন্ন সিনেমা ‘বুমেরাং’-এ (Boomerang) ‘বল্লভপুরের রূপকথা’ খ্যাত সত্যম রায়চৌধুরীর বিপরীতে দেবচন্দ্রিমাকে কাস্ট করার কথা ভাবছেন নির্মাতারা। জানা আছে জিৎ প্রযোজিত এবং সৌভিক কুন্ড পরিচালিত এই সিনেমায় প্রথমে নায়িকা হিসেবে ভাবা হয়েছিল ছোট-পর্দার মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে। কিন্তু বর্তমানে তিনি দেবের ‘প্রধান’ সিনেমার শুটিংয়ের জন্য ব্যস্ত রয়েছেন।
তাই এখন উঠে আসছে ছোট পর্দার আরো একজন জনপ্রিয় অভিনেত্রী চিঠির নাম। প্রসঙ্গত এর আগে দেবচন্দ্রিমা দেবের ‘কিশমিশ’ সিনেমাতে দেবের প্রাক্তন প্রেমিকার ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। এই নতুন সিনেমা প্রসঙ্গে সম্প্রতি আনন্দবাজার অনলাইনে দেবচন্দ্রিমা জানিয়েছেন, ‘সেই অর্থে বুমেরাং আমার প্রথম ছবি হতে চলেছে। যদিও কথাবার্তা এখনও প্রাথমিক স্তরে রয়েছে।
নতুন এই সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে দেবচন্দ্রিমা জানিয়েছেন তার চরিত্রটি একেবারে এখনকার প্রজন্মের একটি মেয়ের চরিত্র। যে হাসিখুশি, প্রাণখোলা এবং একটু বেশি স্মার্ট। তবে দেবচন্দ্রিমা জানিয়েছেন চিত্রনাট্য এখনো পর্যন্ত তার হাতে আসেনি। কিছুদিন আগে একটি মিউজিক ভিডিওতেও কাজ করেছিলেন তিনি। ছোট পর্দায় তাঁকে শেষবার দেখা গিয়েছিল স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘সাহেবের চিঠি’তে।
অন্যদিকে ওয়েব সিরিজের কথা বললে তাকে শেষবার দেখা গিয়েছিল ‘হোমস্টেমার্ডার’-এ। প্রসঙ্গত এই নতুন সিনেমায় দেবচন্দ্রিমার ডেবিউ করার খবর মিলতেই উচ্ছাসিত পড়েছেন তাঁর অনুরাগীর। সোশ্যাল মিডিয়ার পাতায় বয়ে গিয়েছে শুভেচ্ছার বন্যা। তবে এই সিনেমায় প্রথমে মিঠাই অভিনেত্রী সৌমিতৃষার অভিনয় করার ছিল একথা জানার পর চুপ থাকেননি মিঠাই ভক্তরা।
সোশ্যাল মিডিয়ায় এক মিঠাই অনুরাগী লিখেছেন ‘কিছু হেটার্স গায়ের জ্বা*লা মেটা*তে দাবী করে থাকে যে সৌমিতৃষা দেবকে অয়েলিং,বাটারিং করে কাজ পেয়েছে। তারা ভালো করে এই আর্টিকেল টি পড়ুন। আর দেখুন দেবচন্দ্রিমাকে অফার করা রোলটার অফার আগে সৌমিতৃষাকে করা হয়েছিলো। এটা তো দেব দার প্রোডাকশন হাউজের মুভি নয়, এটা তো জিত দার প্রোডাকশন হাউজের মুভি।’