• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ব্রেকআপের পরেই, নতুন সম্পর্ক! রিজওয়ানের সাথে প্রেম নিয়ে প্রথমবার মুখ খুললেন দেবচন্দ্রিমা

Published on:

দেবচন্দ্রিমা সিংহ রায়,Debchandrima Singha Roy,রিজওয়ান রব্বানি শেখ,Rezwan Rabbani Sheikh,চারু,Charu,সাঁঝের বাতি,Sanjher Bati

অবসর সময়ে দর্শকদের বিনোদনের অন্যতম ডেলিডোজ হল মেগা সিরিয়াল। তাই সন্ধ্যা হতেই বাড়ির সব কাজ সেরে পছন্দের টিভির সিরিয়াল দেখতে সকলে মিলে বসে পড়েন টিভির সামনে। সিরিয়ালের পোকা দর্শকদের পছন্দের এমনই একটি জনপ্রিয় সিরিয়াল হল স্টার জলসার ‘সাঁঝের বাতি’। আর শুরু থেকেই এই সিরিয়ালের নায়িকা চারুর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Singha Roy)।

তবে শুরুতে এই সিরিয়ালের নায়িকার নাম চারু থাকলেও এখন তা পাল্টে গিয়ে হয়েছে চিকু। দীর্ঘ ৩ বছরে নানা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে আমূল পরিবর্তন এসেছে গ্রামের গরিব ঘরের মা হারা মেয়ে চারুর জীবনে। সিরিয়ালে নিজের চরিত্র প্রসঙ্গে বলতে গিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী দেবচন্দ্রিমা বলেছেন ‘শুরু করেছিলাম ‘চারু’ হয়ে। ধারাবাহিকে এখন আমি ‘চিকু’। ‘চারু’-কে ভীষণ কাছের মনে হত আমার। ‘চিকু’-কে নিজের করে নিতে অনেকটা সময় লেগেছে।’

Charu Debchandrima Star Jalsha

সেইসাথে অভিনেত্রীর আরও সংযোজন ‘আসলে গত তিন বছর ধরে যে অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে সময় কাটিয়েছি, তাঁরা কেউ আর এই ধারাবাহিকে কাজ করেন না। পুরো দলটাই বদলে গিয়েছে। সেটা মেনে নিতে কষ্ট হচ্ছিল।’ প্রসঙ্গত এই সিরিয়ালের নায়ক আর্যর চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা রিজওয়ান রব্বানি শেখ (Rezwan Rabbani Sheikh)।

দেবচন্দ্রিমা সিংহ রায়,Debchandrima Singha Roy,রিজওয়ান রব্বানি শেখ,Rezwan Rabbani Sheikh,চারু,Charu,সাঁঝের বাতি,Sanjher Bati

মাঝে মধ্যেই তার সাথে দেবচন্দ্রিমার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দেবচন্দ্রিমার দাবি ‘আমরা খুব ভাল বন্ধু। ইন্ডাস্ট্রিতে সবথেকে ভাল বন্ধু। রিজওয়ানের সঙ্গে আমার কোনও প্রেমের সমীকরণ ছিল না। হবেও না। এই এক কথা বলতে বলতে আমি ক্লান্ত। আর তাই আপনি প্রশ্নটা করার পরেই পাখি পড়ার মতো শব্দগুলো বেরিয়ে এল। যদিও আমি বা রিজওয়ান, কেউই এই গুজবগুলো নিয়ে খুব একটা ভাবি না। বরং মজাই লাগে।’

দেবচন্দ্রিমা সিংহ রায়,Debchandrima Singha Roy,রিজওয়ান রব্বানি শেখ,Rezwan Rabbani Sheikh,চারু,Charu,সাঁঝের বাতি,Sanjher Bati
সম্প্রতি দেবচন্দ্রিমার কাছে জানতে চাওয়া হয়েছিল তার প্রিয় অভিনেতা কে। প্রশ্নের উত্তরে একটুও সময় নষ্ট না করে অভিনেত্রী নাম নিয়েছিলেন যীশু সেনগুপ্তের। কিন্তু যখনই তার কাছে প্রিয় অভিনেত্রীর নাম জানতে চাওয়া হয় তখনই তিনি বেশ খানিকটা সময় নিয়ে বলেছিলেন সোহিনী সান্যাল। আর এরপরেই মহিলাদের ক্ষেত্রে একটু বেশি ভাবার কারণ হিসাবে পর্দার চারুর স্পষ্ট জবাব ‘পুরুষদের প্রতি আমি বেশি আকৃষ্ট। তাই পুরুষদের নাম-ই মাথায় আগে আসে।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥