• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পর্ন দুনিয়া ছাড়লেও পিছু ছাড়েনি বিতর্ক! যোগ্যতা থাকলেও কেউ চাকরি দেননি মিয়া খলিফাকে

Published on:

মাত্র তিনমাস পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছিলেন মিয়া খলিফা (Mia Khalifa), কিন্তু সেই ভুলের মাশুল সারাটা জীবন দিয়েই যেতে হয়েছে মিয়াকে। আজও মানুষ তার পরিচয় দেওয়ার সময় ‘প্রাক্তন’ শব্দটা বসাতে ভুলে যান, হ্যাঁ তিনি প্রাক্তন পর্নস্টার। কিন্তু এখন তার এই পরিচয় সম্পূর্ণ অতীত৷

১৯৯৩ সালে লিবিয়ায় জন্মগ্রহণ করেছিলেন মিয়া, আর ২০০১ সাল থেকে আমেরিকার বাসিন্দা তিনি। মাত্র তিনমাসের জন্য পর্ন ইন্ডাস্ট্রিতে থাকলেও, আজও তার পরিচয় ওই পেশার জন্যেই৷ পর্নদুনিয়া ছাড়লেও আলোচনা, নোংরামি, বিতর্ক, মানুষের কুরুচিপূর্ণ মন্তব্য পিছু ছাড়েনি তার।

পর্নদুনিয়ায় আসার কারণ হিসেবে মিয়া জানান, আত্মসম্মানবোধই তাকে এই দুনিয়ায় নামতে সাহস জুগিয়েছিল। আসলে ছোট বেলা থেকেই মিয়া তার ওজনের জন্য হাসির খোড়াক হতেন, মিয়া ভাবতেই পারেননি তিনি কখনোও কোনোও পুরুষের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। তাই কলেজের পর যখন ওজন কমিয়ে তিনি খানিকটা তন্বী, সুশীলা হয়ে উঠলেন তখন প্রথমবারের জন্য তিনি প্রশংসা পেতে শুরু করলেন, আর এটাকে তিনি হারাতে চাননি।

Mia Khalifa

কিন্তু মিয়া যেই ধারণা থেকে এই জগতে পা রেখেছিলেন, সেটা বাস্তবের সঙ্গে সম্পূর্ণ আলাদা। হিজাব পরে তার সেক্সুয়াল ভিডিও ভাইরাল হতেই রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন মিয়া। মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ওঠে নিন্দার ঝড়। এমনকি জঙ্গি সংগঠন আইসিস-এর কাছ থেকে খুনের হুমকিও পান তিনি। মিশর, আফগানিস্তানের মতো মুসলিম অধ্যুষিত দেশে নিষিদ্ধ করা হয়েছিল মিয়াকে। তাই মিয়া জানিয়েছিল, “আমি আইএসআইএসের হুমকিতে আতঙ্কিত ছিলাম না। কিন্তু ভয়ে বাঁচতে চাইছিলাম না। লজ্জায় বাঁচার থেকে বেশি খারাপ ভয়ে বাঁচা”।

Mia-Khalifa

পর্ন দুনিয়া ছাড়লেও, তার ভিডিও গুলি ইন্টারনেটে আজও দাপিয়ে বেড়ায়। আর তাই আজও বেশিরভাগ লোকই মনে করেন তিনি এই পেশার সঙ্গে যুক্ত। আর এই কারণে চাকরি পেতেও অনেক সমস্যার মুখে পড়তে হয়েছে মিয়াকে। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “মানুষ ভাবে আমি প্রচুর টাকা এই ইন্ডাস্ট্রি থেকে উপার্জন করেছি। তা কিন্তু সত্যি নয়। তবে খারাপটা হয়েছিল ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে আসার পর, পর্ন ইন্ডাস্ট্রি ছাড়ার পর কোথাও চাকরি পাওয়া মুশকিল হয়েছিল।” তিনি জানান পর্ন দুনিয়া থেকে মাত্র ১২ ডলার উপার্জন করেছেন তিনি। বর্তমানে সাংবাদিক হিসাবে মিয়া একটি স্পোর্টস শোয়ের পরিচালনা করছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥