টলিউডের বিখ্যাত অভিনেত্রীদের মধ্যে অন্যতম দেবশ্রী রায় (Debashree Roy)। একসময় টলিউডের সিনেমায় দাপিয়ে বেড়িয়েছেন অভিনেত্রী। ভালোবাসা ভালোবাসা, দাদার কীর্তি, মেজদিদি, প্রতিকার ইত্যাদির মত একাধিক ছবি আজও বাঙালির প্রিয় সিনেমার তালিকায় জায়গা করে নেয়। মাঝে দীর্ঘ ১০ বছর অভিনয় ছেড়ে রাজনীতিতে নাম লেখালেও বর্তমানে রাজনীতি ছেড়ে অভিনয়েই ফেরার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।
সম্প্রতি জি বাংলার ‘সর্বজয়া’ সিরিয়ালের মধ্যে দিয়ে অভিনয় জগতে ফিরছেন অভিনেত্রী। ইতিমধ্যে সিরিয়ালের প্রমো ভিডিও সামনে এসেছে। এরপরেই শুরু হয়েছে গন্ডগোলের। দীর্ঘদিন অভিনয় থেকে মুখ ফিরিয়ে থাকার পর ইন্ডাস্ট্রিতে ফিরে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী। অভিনেত্রীর এখন বয়স হয়েছে তাই তাকে নাকি আর সিরিয়ালের বৌমার চরিত্রে মানায় না। বরং শাশুড়ির চরিত্রে অভিনয় করা উচিত দেবশ্রীর। এই নিয়েই শুরু হয়েছে ট্রোলিংয়ের।
তবে প্রথমে খুব একটা পাত্তা না দিলেও ধীরে ধীরে মাত্রা বেড়েই চলেছে ট্রোলিংয়ের। তাই এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। দেবশ্রীর রায়ের মতে, ‘নাম থাকলে তবেই না লোকে বদনাম করবে! আমি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে ফিরে আসায় নিশ্চই কারও অসুবিধা হচ্ছে। সেই কারণেই ইচ্ছাকৃতভাবে এই ট্রোল করানো হচ্ছে বলেই মনে হয়’।
ট্রোলিংয় শুরু হবার পর এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘কি ভাবছেন, এই সব করে আমার মনোবল ভেঙে দেবেন? সে গুড়ে বালি! আপনাদের করা কঠাক্ষ আমার কাছে চালাঙে হিসাবে এসেছে। আর এই চালাঙে আমি অ্যাকসেপ্ট করলাম। আমি যতটা অভিনয় করতে পারি তার থেকেও দশ গুণ ভালো করার চেষ্টা করব’।
এর থেকেই বোঝাযায় যে অভিনেত্রী ট্রোলগুলিকে নেতিবাচক হিসাবে না নিয়ে সেটিকেই নিজের শক্তি বানিয়ে এগিয়ে যেতে চাইছেন। তাছাড়া দীর্ঘ ১০ বছরের রাজনীতি ছেড়ে যে যখন অভিনয়ের জন্য মন ঠিক করেছেন তখন দর্শকদের মনে নিজের জায়গা পুনঃ প্রতিষ্টিত করতে তৎপর অভিনেত্রী। এখন অপেক্ষা সিরিয়ালে অভিনেত্রীর অভিনয় ও জনপ্রিয়তা দেখবার।