টলিউডের (Tollywood) সাথে বাঙালির পরিচিতি আজকের নয়। দশকের পর দশক ধরে বাঙালির বিনোদনের যোগান দিয়ে এসেছে টলিউড। সময়ে সময় কিছু শিল্পীরা নিজেদের অভিনয়ের দক্ষতা দিয়ে সমৃদ্ধ করেছেন টলিউড ইন্ডাস্ট্রি। টলিউডের এমনই দুই বিখ্যাত অভিনেত্রী হলেন দেবশ্রী রায় (Debashree Roy) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। দুজনেই বহু সিনেমায় দর্শকদের মন জয় করেছেন। সম্প্রতি এই দুই নায়িকাকে দেখা গেল একই সাথে।
বিগত ৮ই মার্চ ছিল আন্তর্জাতিক নারী দিবস (International Women’s Day), এই বিশেষ দিনেই একসাথে দেখা মিলল টলিউডের দুই অভিনেত্রীর। এদিন ‘মুক্তি প্রাইম’ (Mukti Prime) নামের একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে। সেই অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন দেবশ্রী ও ঋতুপর্ণা। অনুষ্ঠানে ‘আমার মুক্তি আলোয় আলোয়’ রবীন্দ্রসঙ্গীতে নৃত্য পরিবেশন করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর উপস্থিত অতিথিদের মধ্যেই ছিলেন দেবশ্রী রায়।
ইতিমধ্যেই ঋতুপর্ণার সেই নাচের ভিডিও প্রকাশ্যে এসেছে। যা দেখে নেটিজেনরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। নিজের নাচের শেষে মঞ্চ থেকে নেমে একেঅপরের সাথে কথা বলেন দেবশ্রী ও ঋতুপর্ণা। দুজনকে একত্রে দেখতে পেয়ে ছবি তোলার সুযোগ হাত ছাড়া করেননি সাংবাদিকেরাও। এরপর বহুদিন বাদে দেখা হওয়ায় বেশ কিছু কথাবার্তা বলেছেন তারা দুজনে। এদিনের নিজের সাজের একটি ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত নিজেই।
সেই ছবিতেও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। সাথে নারী দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন সকলে। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেন, ‘বহুদিন পর দেখা হল ওর সাথে। আমি তো নার্ভাস ছিলাম, চুমকি দি আমার সামনে বসে নাচ দেখছে আর আমি পারফর্ম করছি। তাই নেমে এসে জানতে চাইলাম। তাছাড়া এখন তো আবারও টিভির পর্দার দৌলতে ঘরে ঘরে পৌঁছে গিয়েছে চুমকি দি। তাছাড়া সমস্ত সিনেমাপ্রেমীদের মনে তো তিনি আছেনই’।
View this post on Instagram
এই প্রসঙ্গে দেবশ্রী রায় জানান, ভালোই নেচেছে তো, নার্ভাস হওয়ার কিছুই নেই! আমার বেশ ভালো লেগেছে। আর সত্যিই অনেক দিন পর দেখা হল, ধীরে ধীরে সব স্বাভাবিক হচ্ছে, কাজ শুরু হচ্ছে, এটাই আনন্দের কথা। প্রসঙ্গত, পর্দার এই দুই দাপুটে অভিনেত্রীদের একত্রে দেখা পেয়ে খুশি নেটিজনরাও।
প্রসঙ্গত, বর্তমানে জি বাংলার ‘সর্বজয়া’ সিরিয়ালে সর্বজয়ার চরিত্রে অভিনয় করছেন দেবশ্রী রায়। শুরুতেই সিরিয়ালটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। যদিও বর্তমানে সেই জনপ্রিয়তা কিছুটা কমেছে, তবে নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে আজও বাঙালি দর্শকদের কাছে সেরা দেবশ্রী রায়।