• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যোগ্য সম্মান দেয়নি তাই চলচ্চিত্র উৎসবে যাইনি! KIFF’এ না যাওয়া প্রসঙ্গে বিস্ফোরক দেবশ্রী রায়

Published on:

Debashree Roy opens up about not going to KIFF 2022

কলকাতা চলচ্চিত্র উৎসব (KIFF) শুরু হয়েছে বেশ কয়েকদিন হল। শাহরুখ খান, অমিতাভ বচ্চন, চঞ্চল চৌধুরীর মতো তারকারা এসে উৎসবের সূচনা করেছেন। সেই সঙ্গে টলিউডের একাধিক তারকারা তো ছিলেনই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে দেব, শুভশ্রী- প্রত্যেকের উজ্জ্বল উপস্থিতি নজর কেড়েছিল দর্শকদের। সেই সঙ্গেই চোখে পড়েছিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন নামী শিল্পীর অনুপস্থিতিও। যেমন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), দেবশ্রী রায় (Debashree Roy)।

সম্প্রতি যেমন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মিঠুনকে আমন্ত্রণ না জানানো প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করেছেন চিরঞ্জিত চক্রবর্তী। ‘রাজনৈতিক কারণেই হয়তো ডাকা হয়নি’, চিরঞ্জিতের এই বক্তব্য রীতিমতো চারিদিকে শোরগোল ফেলে দিয়েছে। এই বক্তব্যের রেশ কাটতে না কাটতেই এবার প্রকাশ্যে KIFF নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন দেবশ্রী।

Debashree Roy

বুধবার মধ্যমগ্রাম গিয়েছিলেন টলিউডের এই নামী অভিনেত্রী। ভাইরাল সারমেয় সন্তুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চলচ্চিত্র উৎসব নিয়ে একাধিক মন্তব্য করেন দেবশ্রী। অভিনেত্রী বলেন, ‘যোগ্য সম্মান না পেলে আমি কোথাও যাই না। সম্মান দেয়নি তাই ফিল্ম ফেস্টিভ্যালেও যাইনি। কেন দেয়নি সেটা জানি না। আমরা শিল্পী। আমরা সবকিছুই শিল্পের আঙ্গিকেই দেখি’।

এরপর মিঠুনকে আমন্ত্রণ না জানানো প্রসঙ্গে মন্তব্য করেন দেবশ্রী। অভিনেত্রীর কথায়, ‘মিঠুনদার সঙ্গে আমি অনেক কাজ করেছি। ওনাকে ভালোবাসি। শিল্পী হিসেবে সম্মানও করি। আমার মনে হয়, বিষয়টির সঙ্গে যখন চলচ্চিত্র জড়িত তখন এই ইন্ডাস্ট্রির প্রত্যেককে আমন্ত্রণ জানানো উচিত ছিল। প্রত্যেককে যোগ্য সম্মান দেওয়া উচিত’।

Debashree Roy

এরপর চিরঞ্জিতের বক্তব্যের রেশ টেনে দেবশ্রী বলেন, ‘রাজনৈতিক কারণে শিল্পীদের না ডাকা ঠিক নয়। রাজনীতি রাজনীতির জায়গায়। আর এটা শিল্পের জায়গা। যারা চলচ্চিত্রের সঙ্গে জড়িত তাঁদের সম্মান দেওয়া দরকার। অন্তত ভারতীয় ও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে মানুষদের অবদান রয়েছে তাঁদের আমন্ত্রণ জানানো উচিত ছিল’।

কিন্তু দেবশ্রীর কেন মনে হল তাঁকে যোগ্য দেওয়া হয়নি? জবাবে অভিনেত্রী বলেন, ‘যোগ্য সম্মান দেওয়া প্রসঙ্গে বিস্তারিত বলতে চাই না। এটুকুই বলব, যেখানে যোগ্য সম্মান দেওয়া হয় না সেখানে যাই না…এর থেকে বেশি কিছু বলতে পারব না। আমি সন্তুর সঙ্গে দেখা করতে এসেছি। একটু মজা করব’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥