• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৬০ বছর বয়সেও জিন্স, টপে লাস্যময়ী দেবশ্রী! সর্বজয়ার নতুন লুক দেখে শোরগোল নেটপাড়ায়

বাংলা সিনেমা জগতের একেবারে প্রথম সারির অভিনেত্রী হলেন দেবশ্রী রায় (Debashree Roy) । দীর্ঘদিন অভিনয় জগত থেকে দূরে থাকার পর এই মুহূর্তে ছোট পর্দার জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘সর্বজয়া’ (Sarbajaya)-র হাত ধরে আবারও লাইট, ক্যামেরা, অ্যকশনের দুনিয়ায় ফিরে এসেছেন অভিনেত্রী। তাই দীর্ঘদিন পর তাও আবার ছোট পর্দায় অভিনেত্রীর প্রত্যাবর্তন ঘিরে তার অনুরাগীদের মধ্যে উচ্ছাস ছিল চোখে পড়ার মতো।

একটানা ১০ বছর অভিনয় জগতে থেকে দূরে থাকলেও আজও টিভির পর্দায় তার আবেদনময়ী অভিনয় ভঙ্গী উপেক্ষা করার সাধ্য নেই কারও। ক্যামেরার সামনে দাঁড়ালেই যেন এক জগতের মানুষ হয়ে ওঠেন দেবশ্রী। তাই আজও তাঁর অভিনয়ের জাদুতে মুগ্ধ গোটা বাংলা। সম্প্রতি বেশ কিছুদিন হল সর্বজয়া সিরিয়ালেও বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে না দেবশ্রী অর্থাৎ সর্বজয়াকে।

   

Debashree Roy দেবশ্রী রায় Sarbajaya Serial সর্বজয়া সিরিয়াল

 

আসলে সিরিয়ালের বর্তমান প্লট অনুযায়ী মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে শয্যাশায়ী সর্বজয়া। এরই মধ্যে সিরিয়ালে এসেছে নতুন ট্যুইস্ট। জানা গিয়েছে আদতে সর্বজয়া সম্পূর্ণ সুস্থ। আর হাসপাতালে অসুস্থ হয়ে শুয়ে থাকার বিষয়টা পুরোটাই ভাঁওতা। কারণ এভাবেই অসুস্থতার ভান করে বাড়ির সকলের চোখে ধুলো তাদের আসল মুখোশটা সকলের সামনে টেনে খুলে দিতে যায় সর্বজয়া।

দেবশ্রী রায়,Debashree Roy,সর্বজয়া,Sarbajaya,New Look,নতুন লুক,Social Media,সোশ্যাল মিডিয়া

এরইমধ্যে আজ অর্থাৎ বুধবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল টলিউডের ‘নায়িকা’ দেবশ্রীর আধুনিক পোশাক পরা একটি ছবি। এই ছবিতে দেখা যাচ্ছেযাচ্ছে চিরাচরিত লুক বদলে একেবারে আধুনিক পোশাকে হাজির দেবশ্রী। যা নিমেষে টেক্কা আজকের দিনের যে কোনো টলি অভিনেত্রীদেরও। এদিন সোশ্যাল ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে কালো রিপড জিন্স, আর ডিপ নেক অফ শোল্ডার টপ পরেছেন দেবশ্রী।কাঁধের উপরে রয়েছে সি গ্রীন ব্লেজার। মাঝে উঁকি দিচ্ছে বক্ষ বিভাজিকা। এভাবেই খোলা চুলে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন দেবশ্রী।

দেবশ্রী রায়,Debashree Roy,সর্বজয়া,Sarbajaya,New Look,নতুন লুক,Social Media,সোশ্যাল মিডিয়া

ছবির ক্যাপশনে লেখা ‘বসন্ত জাগ্রত দ্বারে।’তবে এই ছবি প্রসঙ্গে অভিনেত্রী নিজেই জানান ‘‘সকাল থেকে যে ছবি সবার চর্চায় সেটি তুলেছি একটি পত্রিকার জন্য। কিন্তু প্রায় এই সাজেই খুব শিগগিরি আসছি ছোট পর্দায়। ধারাবাহিক ‘সর্বজয়া’য়।’’ তবে সর্বজয়ায় নিজের আসন্ন লুক প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন “প্রায় এই ধরনের সাজই সাজব। অফ শোল্ডার টপের বদলে থাকবে ক্যাজুয়াল শার্ট, জিন্স, স্যুট আর স্কার্ফ। ধারাবাহিকেও চুল খোলা থাকবে।’’