• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অনেক হল রাজনীতি! এবার ‘সর্বজয়া’ হয়ে পর্দায় ফিরছেন দেবশ্রী রায়, প্রকাশ্যে প্রোমো

দেবশ্রী রায়,টলিউড,রাজনীতি,তৃণমূল,Debashree Roy,Tollywood,politics,Trinomool,Bengali serial,sarbajaya,সর্বজয়া

অনেক হল রাজনীতি (politics), এবার শেষমেশ বোধহয় বোধদয় হল বর্ষীয়ান অভিনেত্রী দেবশ্রী রায়ের (Debashree Roy)। অভিনেত্রীদের যে পর্দাতেই মানায় সেই সত্যি এতদিনে বুঝেলেন তৃণমূলের বিধায়ক দেবশ্রী রায়।

দেবশ্রী বলেন, ‘‘১০ বছর অভিনয় থেকে দূরে। নিজের ইচ্ছেতেই ভিন্ন ধারার কাজে ব্যস্ত ছিলাম। এখন মনে হচ্ছে, সঠিক সিদ্ধান্ত নিইনি। রাজনীতি আমার জন্য নয়। ক্যামেরার সঙ্গে জন্ম থেকে বন্ধুত্ব। অভিনয়ই আমার উপযুক্ত ক্ষেত্র।’’

দেবশ্রী রায়,টলিউড,রাজনীতি,তৃণমূল,Debashree Roy,Tollywood,politics,Trinomool,Bengali serial,sarbajaya,সর্বজয়া

এবারের বিধানসভা ভোটেও তৃণমূলের তরফে প্রার্থীপদ পাননি অভিনেত্রী, লড়েননি নির্বাচনও। রাগে দুঃখে অবশেষে তিনি বুঝেছেন, তিনি একজন অভিনেত্রী আর অভিনয়টাই তার পরিচয়।

কথা মতোই কাজে নেমে পড়েছেন অভিনেত্রী। আর বেশি দেরি করেননি। অবশেষে বহুদিন পর ছোটপর্দায় কামব্যাক করলেন অভিনেত্রী দেবশ্রী রায়। এবার তারই এক ঝলক এলো প্রকাশ্যে। এবার জি বাংলার হাত ধরে সর্বজয়া হয়ে ফিরছেন দেবশ্রী রায়। চার বছর পর ক্যামেরার সামনে অভিনয় করতে পেরে অভিনেত্রীও খুব খুশি।

দেবশ্রী রায়,টলিউড,রাজনীতি,তৃণমূল,Debashree Roy,Tollywood,politics,Trinomool,Bengali serial,sarbajaya,সর্বজয়া

ইতিমধ্যে এই ধারাবাহিকের প্রথম প্রোমো রিলিজ হয়ে গিয়েছে টেলিভিশন সহ সোশ্যাল মিডিয়ার পেজে। এই প্রমোতে দেখানো হল সর্বজয়া ওরফে দেবশ্রী এক ধনী পরিবারের পাকাপোক্ত গৃহিনী। সংসারের হাল ধরতে নিজের নাচকে বিসর্জন দিয়েছেন। তার স্বামী কুশলের সম্পূর্ণ সমর্থনে ফের নাচতে দেখা যায় তাকে।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥