বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) ইতিহাসের অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল ‘বোঝে না সে বোঝে না’। যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকার অভিনীত এই সিরিয়ালের জনপ্রিয়তা ছিল দেখার মতো। অরণ্য-পাখির কাহিনী দেখবে বলে রীতিমতো মুখিয়ে থাকতেন দর্শকরা। শেষ হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেলেও এখনও দর্শকরা সিরিয়ালটিকে বেশ মিস করেন।
‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকে পাখি-অরণ্যর মতোই একটি জনপ্রিয় চরিত্র ছিল অনুর (Anu)। অরণ্যর দিদি অনুর চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন অভিনেত্রী দেবপর্ণা পাল চৌধুরী (Debaparna Paul Chowdhury)। অনু হিসেবে আদায় করেছিলেন ব্যাপক জনপ্রিয়তা।
তবে গত প্রায় ৩ বছর ধরে পর্দায় দেখা যায়নি দেবপর্ণাকে। প্রিয় অনুকে বেশ মিস করছিলেন দর্শকরা। তবে এবার ৩ বছরের বিরতি কাটিয়ে ফের পর্দায় ফিরছেন তিনি। দেবপর্ণাকে ফের স্টার জলসার এক ধারাবাহিকেই দেখা যাবে। মুখ্য চরিত্রে থেকে শুরু করে খলচরিত্র, দেবপর্ণা সব ধরণের চরিত্রে অভিনয় করেই দর্শকদের মন জয় করেছিলেন।
শুধুমাত্র ‘বোঝে না সে বোঝে না’ই নয়, ‘ভানুমতীর খেল’, ‘ত্রিনয়নী’তেও তাঁকে দেখেছেন দর্শকরা। এবার এই অভিনেত্রী স্টার জলসার আসন্ন মেগা ‘মেয়েবেলা’য় দেখা যাবে। বিয়ের পর ৩ বছর লেগে গেল অভিনয়ে ফিরতে! সম্প্রতি আনন্দবাজার অনলাইনের তরফ থেকে এই প্রশ্নই রাখা হয়েছিল দেবপর্ণার সামনে।
জবাবে পর্দার অনু বলেন, ‘মেয়েবেলা’ ধারাবাহিকের কাহিনী আর পাঁচটা সাধারণ ধারাবাহিকের কাহিনীর থেকে আলাদা। দেবপর্ণা চরিত্রটির নাম চাঁদনি। তাঁরও একটা নিজস্ব ওঠাপড়া দেখানো হবে সিরিয়ালে। সেই সঙ্গেই অভিনেত্রী এও জানান, এই ৩ বছরের বিরতি বিয়ের পর সংসার করার কারণে নয়, বরং করোনার জন্য।
দেবপর্ণার কথায়, ‘বিয়ের পরই কোভিড এসে গিয়েছিল। যে কারণে কাজ বন্ধ হয়েছে। এছাড়া কোভিডে আপনজনকে হারিয়েছি। সেই জন্য কাজে ফেরাটা একটু কষ্টের ছিল। আমার কাজের ফেরার পিছনে শাশুড়ির প্রচণ্ড উৎসাহ রয়েছে। অনেকদিন ধরেই কাজে ফিরতে বলছেন। প্রথমদিন থেকেই বলেছেন, কষ্ট করে যে জায়গাটা অর্জন করেছি, সেটা যেন সহজে হারিয়ে না ফেলি’। প্রসঙ্গত, ২০২০ সালে এক ব্যবসায়ীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন দেবপর্ণা। বিয়ের পর তাঁর পর্দায় ফেরার খবরে প্রচণ্ড খুশি অনুরাগীরা।