• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মলদ্বীপ বা মরিশাস ভুলে যান হাতের নাগালেই রয়েছে এই দুর্দান্ত জায়গা!

Published on:

Dawki Umngot River in Mawlynnong Meghalaya

সকলেই কম বেশি ঘুরতে (Travel) ভালোবাসি। কাছেপিঠে থেকে শুরু করে দূর  দূরান্তে ছুতে যায় ভ্রমণের উদ্দেশ্যে। প্রতিটি মানুষের ঘুরতে যাবার ইচ্ছা থাকলেও প্রত্যেকেরই চাহিদা আলাদা আলাদা। কেউ পাহাড় ভালোবাসেন তো কেউ সমুদ্রের জলরাশি। সুন্দর সমুদ্রের কথা বলতে গেলে সকলের মাথায় যেটা সবার আগে আসে সেটা হল মলদ্বীপ (Maldives)। মলদ্বীপের স্বচ্ছ নীল জলরাশীর ছবি যতবারই দেখি ততবারই ছুটে যেতে ইচ্ছা করে। তবে মলদ্বীপ যাবার সৌভাগ্য কি আর সবার হয়। কিন্তু চিন্তা নেই, আজ খুঁজে নিয়ে এসেছি এশিয়ার  ক্রিস্টাল ক্লিয়ার দাওকি নদীর (Asia’s Crystal Clear Dawki River)। যে নদীর জল একেবারে কাঁচের মত পরিষ্কার যা দেখলে আপনিও হা হয়ে শুধু দেখতেই থাকবেন।

Dawki  Umngot River in Mawlynnong Meghalaya

হ্যাঁ ঠিকই শুনেছেন এশিয়ার ক্রিস্টাল ক্লিয়ার দাওকি নদি। এই নদি রয়েছে আমাদেরই দেশ ভারতবর্ষে। মেঘালয় (Meghalaya) রাজ্যে রয়েছে এই নদীটি, নদীটির আসল নাম উমঙ্গোট নদী (Umngot River)। ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী মেঘালয়ের মাওলিননং (Mawlynnong Village) গ্রামের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে এই নদী। মাওলিননং গ্রামটি হল ‘এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম (Asia’s Most Cleanest Village)’।

Dawki  Umngot River in Mawlynnong Meghalaya

এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রামের উমঙ্গোট নদীটি বাংলাদেশে প্রবাহিত হয়েছে গ্রামের মধ্যে দিয়েই। আর বাংলাদেশের প্রবেশের আগে সেটি জয়ন্তী ও খাসি পাহাড়ের মাঝে প্রাকৃতিক বিভাজিকা হিসাবে কাজ করে। অর্থাৎ দুই পাহাড়ের মাঝ বরাবর প্রবাহিত হয়েছে।

Dawki  Umngot River in Mawlynnong Meghalaya

এই দাওকি নদীর জল এতটাই পরিষ্কার যে একেবারে কাঁচের মত স্বচ্ছ। নদীতে নৌকা চলার সময় দূর থেকে মনে হয় যেন নৌকাটি হাওয়ায় ভেসে বেড়াচ্ছে।

Dawki  Umngot River in Mawlynnong Meghalaya

দাওকি নদীর জল এতটাই পরিষ্কার যে নদীতলের ছোট থেকে বড় সমস্ত পাথর ও নুড়ি স্পষ্ট দেখা যায়।

Dawki  Umngot River in Mawlynnong Meghalaya

মাওলিননং গ্রামটিকে ২০০৩ সালে ‘Gods Own Garden’ নাম দেওয়া হয়। এর পাশাপাশি এশিয়ার সবচেয়ে পরিছন্ন গ্রামের উপাধিও দেওয়া হয় মাওলিননং গ্রামটিকে ডিসকভার ইন্ডিয়ার দ্বারা।

Dawki  Umngot River in Mawlynnong Meghalaya

গ্রামটি ও গ্রামের মূল আকর্ষণ দাওকি নদীযে কতটা পরিষ্কার তা অবশ্য এই ছবিগুলির মাধ্যমেই বুঝতে পারবেন আশা করি।

Dawki  Umngot River in Mawlynnong Meghalaya

পর্যটকেরা এখানে এসে স্নেকবোটে করে নদীতে ভ্রমণ করেন। নদীটি একেবারেই শান্ত, ভ্রমণের সময় শুধু মাত্র প্রকৃতির আওয়াজ ও পাখিদের কোলাহল শুনতে পাবেন।

Dawki  Umngot River in Mawlynnong Meghalaya

সাথে উপত্যকা অঞ্চলেই একটি ঝর্ণা রয়েছে যেখানে পর্যটক থেকে শুরু করে গ্রামের মানুষেরা সাঁতার কাটেন ও স্নান করেন।

Dawki  Umngot River in Mawlynnong Meghalaya

মাওলিননং গ্রামটি নিজের অপার সৌন্দর্য দিয়ে পর্যটকদের আকৃষ্ট করে চলেছে। আর মেঘালয়ে দাওকি নদী ছাড়াও রয়েছে আরো দুটি দর্শনীয় স্থান, যার একটি হল রুট ব্রিজ গ্রাম ও অপরটি হল রিওয়াই গ্রাম।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥