• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সারার সঙ্গে ঘনিষ্ঠ চুম্বনে মত্ত বরুণ! শ্যুটিং এর সময় বাবা ডেভিড ধাওয়ান যা করলেন

বলিউড (Bollywood) অভিনেত্রী সারা আলি খান (Sara Ali Khan) ও অভিনেতা বরুণ ধাওয়ানের ( Varun Dhawan) এর ছবি ‘কুলি নাম্বার ওয়ান’ (Coolie no one) সম্প্রতি মুক্তি পেয়েছে OTT প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে। ছবিটির ট্রেলার প্রকাশের সাথে সাথেই একটি দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় কার্যত ঝড় উঠে গেছে। যেখানে দেখা যাচ্ছে, ডেভিড পুত্র বরুণ ধাওয়ান ও সইফ কন্যা সারা আলি খান জলের নীচে চরম ঘনিষ্ঠ চুম্বনে মত্ত।

Coolie no 1 Sara ali khan Varun Dhawan

এবার পরিচালক ডেভিড ধাওয়ান (David Dhawan) মুখ খুললেন ছেলের চুম্বন দৃশ্য শ্যুট করার অভিজ্ঞতা নিয়ে। ‘কুলি নং ওয়ান’ এ ছেলের চুম্বনের দৃশ্য নিয়ে ডেভিড জানান, তারা ব্যক্তিগত সম্পর্ক এবং পেশা আলাদা করতে জানেন। তাই শ্যুটিং এর সময় ডেভিড বরুণ সকলেই বেজায় সিরিয়াস থাকেন। শটের প্রয়োজনে বরুণকে পরিচালকের মতোই নির্দেশ দিয়েছেন ডেভিড।

Coolie no 1 Sara ali khan Varun Dhawan

প্রসঙ্গত, ১৯৯৫ সালে গোবিন্দা এবং করিশ্মা কাপুর অভিনীত ছবি ‘কুলি নাম্বার ওয়ান’ এরই রিমেক হল বরুণ ও সারার হাত ধরে। গোবিন্দ এবং করিশ্মার এই ছবি বক্সঅফিসে চূড়ান্ত হিট হওয়ায় সারা-বরুণের ‘কুলি নং ওয়ান’ নিয়েও প্রত্যাশার শেষ ছিল না। কিন্তু এত চেষ্টা চরিত্রের পরেও ডেভিড ধাওয়ান পরিচালিত এই ছবি বক্সঅফিসে কার্যত মুখ থুবড়ে পড়েছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥