বাংলা সিনেমার (bengali Cinema) স্বর্ণযুগের অভিনেত্রীদের কথা উঠলে প্রথমেই আসে মহানায়িকা সুচিত্রা সেনের (Suchitra Sen) নাম। তাঁর সাথে বরাবরই হিট ছিল মহানায়ক উত্তম কুমারের (Uttam Kumar) জুটি। সেসময় তাঁদের জুটির এতটাই ক্রেজ ছিল যে ধরেই নেওয়া হত পর্দায় উত্তম-সুচিত্রা আসা মানেই সেই সিনেমা হাউসফুল হবে।
সে সময় একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছিলেন বাংলা সিনেমার অন্যতম ম্যাজিকাল এই জুটি। আজও সিনেমা প্রেমীদের চোখে লেগে রয়েছে তাঁদের অভিনয়। বাংলা সিনেমার দর্শকরাও তাই পর্দার রিনা ব্রাউন এবং কৃষ্ণেন্দুকে ভুলতে পারেননি আজও।
তবে শুধু পর্দায় নয়, শোনা গিয়েছিল উত্তম-সুচিত্রার রসায়ন গড়িয়েছিল পর্দার বাইরেও। পর্দার পিছনেও এই জুটির সম্পর্কটা ঠিক কেমন ছিল তা জানার কৌতূহল ছিল চোখে পড়ার। সে সময় বাংলা ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন ছিল গোপনে একে অপরের সাথে সম্পর্ক ছিলেন উত্তম সুচিত্রা।
যদিও এই খবরে দুজনের কেউই কোনদিন শীলমোহর দেননি। উত্তম পরবর্তী যুগে যখন সুচিত্রা সেন অভিনয় থেকে সরে দাঁড়িয়েছিলেন তখন তাঁর অভিনয় ছাড়ার পিছনে উঠে এসেছিল একাধিক কারণ। কিন্তু ঠিক কি কারণে যে সুচিত্রা সেন অভিনয় ছেড়ে পর্দার আড়ালে চলে গিয়েছিলেন তা নিয়ে প্রকাশ্যে এসেছে একাধিক কারণ।
প্রথমত জানা গিয়েছিল উত্তম কুমারের সঙ্গে আর অভিনয় করতে না পারার কারণেই নাকি চিরকালের জন্য অভিনয়কে বিদায় জানিয়েছিলেন সুচিত্রা সেন। তবে সুচিত্রা সেনের অভিনয় ছাড়ার প্রসঙ্গে একবার মুখ খুলে ছিলেন তাঁর মেয়ে কথা অভিনেত্রী মনমুন সেন। তিনি জানিয়েছিলেন তাঁর মা নাকি অভিনয় ছেড়ে ছিলেন চিত্রনাট্যের কারণে।
আসলে সত্তরের দশক থেকেই একটু একটু করে বদলাতে শুরু করেছিল বাংলা সিনেমার দিশা। একসময় স্বনামধন্য যেসব পরিচালকদের সাথে সুচিত্রা সেন কাজ করেছিলেন তারা সকলেই প্রয়াত হয়েছিলেন। তাই পরবর্তী প্রজন্মের পরিচালকদের সাথে কাজ করতে ঠিক স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না তিনি।
এছাড়া ছবির গল্পের সাথেও নিজেকে ঠিক মানিয়ে নিতে পারছিলেন না মহানায়িকা। মুনমুন সেনের মুখ থেকেই জানা যায় একসময় নাকি সুচিত্রা সেন প্রশ্ন করতেন তিনি কার সঙ্গে অভিনয় করবেন? তাই মহানায়ক উত্তম কুমারের প্রয়াণের পর অভিনয়কে চিরকালের জন্য বিদায় জানিয়েছিলেন সুচিত্রা সেন।