আজকাল ইন্টারনেটের যুগে সোশ্যাল মিডিয়াতে প্রতিদিনই কিছু না কিছু ভাইরাল হচ্ছে। মজার ভিডিও থেকে শুরু করে পশু পাখিদের আজব কান্ডকারখানা। কখনো আবার নিজেদের প্রতিভার ভিডিও বানিয়ে অনেকেই শেয়ার করছেন সোশ্যাল মিডিয়াতে যা খুব কম সময়েই ভাইরাল হয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ার দৌলতে। অবশ্য মাঝে মধ্যে কিছু অবাক করা মজার প্রতিভাও সামনে আসে। এবার এমনি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
সম্প্রতি ‘রেস্ট ইন প্রেম (Rest in Prem)’ নামক একটি ওয়েব সিরিজের গান ‘টুম্পা সোনা’ ব্যাপক ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ওয়েব সিরিজে দুর্দান্ত নেচে দর্শকদের মন জয় করেছে সুমনা দাস থুড়ি টুম্পা। এবার সেই টুম্পা সোনা দুটো হাম্পি দেনা ভিডিও গানে দুর্গাপুজোয় বাঙালি বৌদির নাচের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিও দেখলে বোঝাই যাচ্ছে কোনো এক পুজো মণ্ডপে চলছে গানটি। দুর্গাপুজোয় বাঙালিদের নাচ দেখবার মত হয়। বিসর্জনে পাড়ার কচি কাঁচা থেকে বড় সকলেই একসাথে তুমুল নাচে মেতে ওঠে।
যদিও এবছর মহামারীর জেরে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু বাঙালি কি আর এতো সহজে হার মানে! অল্প কিছু জন মাইল বেশ খানিক ফাঁকা জায়গায় বক্সে ‘টুম্পা সোনা’ গানে উদম নাচে ব্যস্ত পাড়ার দুই বৌদি। দেখে বোঝাই যাচ্ছে দশমীর দিনে সিঁদুর খেলার পরেই নাচে মেতে উঠেছেন বৌদিরা। বৌদিদের এই উদম নাচের ভিডিও শেয়ার হবার পর থেকে বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই ভিডিওতে ৫ লক্ষের বেশি দর্শক হয়ে গিয়েছে।
https://youtu.be/EAwIUMMwsAk